Ajker Patrika

২৪ দিন পর কবর থেকে তোলা হলো নুরের লাশ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০: ৫৬
২৪ দিন পর কবর থেকে তোলা হলো নুরের লাশ

পরশুরামে দাফনের ২৪ দিন পর আদালতের নির্দেশে নিহত নুর মোহাম্মদের (৩৫) লাশ কবর থেকে তোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলমের উপস্থিতি ওই লাশ তোলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান, পরশুরাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া, ইউপি সদস্য সরোয়ারুল করিম চৌধুরী।

জানা যায়, গত ২৭ মার্চ পার্শ্ববর্তী আমজাদহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে দুলাল মিয়ার বাড়ির গাছ কাটার সময় সেখান থেকে পড়ে যান নুর মোহাম্মদ। এতে গুরুতর আহত হন তিনি। পরে ২৮ মার্চ চাঁদপুরের একটি কবিরাজি চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরদিন ময়নাতদন্ত ছাড়াই দক্ষিণ গুথুমা শান্তি কলোনিতে তাঁর লাশ দাফন করা হয়। দুদিন পর, ৩১ মার্চ এ ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এনে আদালতে মামলা করেন তাঁর শ্যালক নুর হোসেন। পরে আদালতের বিচারক ফাতেমাতুজ জোহরা মুনা অভিযোগটি আমলে নিয়ে থানাকে এফআইআর ভুক্ত করার নির্দেশ দেন।

নুর হোসেনের করা মামলায় গাছের মালিক ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়াকে (৫০) আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বশত্রুতার জের ধরে দুলাল পরিকল্পিতভাবে রশি টেনে গাছ থেকে নিচে ফেলে দিয়ে নুর মোহাম্মদকে হত্যা করেছেন। নুর মোহাম্মদের বাবার অভিযোগ, আগের ঝগড়ার জের ধরেই তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বক্সমাহমুদ ইউপির চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া জানান, আদালতের নির্দেশে নুর মোহাম্মদের লাশ কবর থেকে তোলা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘ময়নাতদন্তের জন্য নুর মোহাম্মদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত