রিমান্ড শেষে ইউপি চেয়ারম্যান কারাগারে
ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার এক দিনের রিমান্ড শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে তিনি শাহীন চৌধুরীকে হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।