Ajker Patrika

ভুট্টো চেয়ারম্যানকে ফের জেলগেটে জিজ্ঞাসাবাদ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৯
ভুট্টো চেয়ারম্যানকে ফের জেলগেটে জিজ্ঞাসাবাদ

ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোকে জেল গেটে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৌরজিৎ বড়ুয়া গতকাল সোমবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে তদন্তকারী কর্মকর্তা আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক জজ কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিত দাস জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। গত রোববার আদালতের লিখিত নির্দেশনা পেয়ে গতকাল সকালে জেলগেটে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরশুরামে দোকান কর্মচারী হত্যা মামলায় ফেনীর রানীর হাটের জেলা কারাগারে বিশেষ একটি কক্ষে মির্জানগর ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে গত ১৭ জানুয়ারি ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোকে এক দিনের রিমান্ডে পায় পুলিশ।

নুরুজ্জামান ভুট্টো মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মির্জানগর ইউপি চেয়ারম্যান।

গত ২৩ ডিসেম্বর পরশুরামে দোকান কর্মচারী শাহীন চৌধুরী হত্যার ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি ভুট্টো। গত ৪ জানুয়ারি গাজীপুরের টঙ্গী থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে।

গত ১৩ জানুয়ারি প্যারোলে আড়াই ঘণ্টার জন্য মুক্তি পেয়ে চেয়ারম্যান হিসেবে শপথ নেন কারাবন্দী এই চেয়ারম্যান। গত ২৩ ডিসেম্বর পরশুরাম উত্তর বাজারে এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে মো. নুরুজ্জামান ভুট্টোকে অভিযুক্ত করে দুই নম্বর আসামি করে নিহতের স্ত্রী ফিরোজা আক্তার বাদী হয়ে পরশুরাম থানায় হত্যা মামলা করেন।

পরশুরাম থানার ওসি মু. খালেদ হোসেন জানান, নুরুজ্জামান ভুট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত রোববার আদালতের লিখিত আদেশ পেয়ে সোমবার তদন্তকারী কর্মকর্তা ভুট্টো চেয়ারম্যানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত