Ajker Patrika

পরশুরামে প্রচার নেই টিসিবির ট্রাক ক্রেতাশূন্য

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১১: ০৮
Thumbnail image

প্রচারের অভাবে পণ্য নিয়ে অপেক্ষা করলেও টিসিবির পণ্য কিনতে আসেননি কেউ। গতকাল সোমবার ফেনীর পরশুরাম পাইলট স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র টিসিবির কিছু পণ্য বিক্রি হলেও বেলা আড়াইটার পর থেকে বিকেল ৬টা পর্যন্ত কোনো ক্রেতা আসেননি।

পরশুরাম পৌর এলাকার অনুমোদিত ডিলার সুজন স্টোরের স্বত্বাধিকারী সুজন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পণ্যভর্তি টিসিবির ট্রাকসহ মাঠে অপেক্ষা করলেও কেউ আসেনি। সরকারি বরাদ্দ অনুযায়ী ১ হাজার ৮৬২ প্যাকেট তৈরি করে রাখেন। কিন্তু সোমবার সারা দিন মাত্র ৬-৭ শ ফ্যামিলি কার্ড দিয়ে টিসিবির পণ্য সংগ্রহ করেছেন। বাকি পণ্য বিক্রি করা সম্ভব হয়নি। তাই ট্রাক ভাড়া, শ্রমিক খরচ বহন করতে গিয়ে অনেক ক্ষতি হবে।

পৌর এলাকার জন্য টিসিবির পণ্য বিক্রি স্পটে গিয়ে দেখা যায়, পরশুরাম থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বিল্লালসহ পুলিশ সদস্যরা বসে আছেন। আর সুজন স্টোরের লোকজন টিসিবির পণ্য নিয়ে মাঠে অপেক্ষা করছেন। তবে উপজেলা প্রশাসন নিয়োজিত ট্যাগ অফিসাররা কেউ আসেন না বলে ডিলার জানান।

জানা যায়, পণ্য বিক্রির সুবিধার জন্য দেশব্যাপী তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়। পরশুরাম পৌরসভার সদর ওয়ার্ল্ড কাউন্সিলর এনামুল হক এনাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রচার না থাকায় লোকজন খবর পায়নি। তাই হয়তো পণ্য নিতে কেউ আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত