অনলাইনেই হবে সনদ সত্যায়ন, করবেন যেভাবে
বিদেশে শিক্ষা, চাকরি, স্থায়ী হওয়া ও বিয়েসহ বিভিন্ন প্রয়োজনে নাগরিকেরা সনদ সত্যায়ন করান। এই কাজটি করতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হন নাগরিকেরা। অর্থ ও সময়ের অপচয় হয়। এখন থেকে অধিকাংশ ক্ষেত্রে এ কাজটি অনলাইনে অল্প খরচে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে করানো যাবে।