Ajker Patrika

ইসরায়েলি হত্যাযজ্ঞের তীব্র নিন্দা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৮: ২৭
ইসরায়েলি হত্যাযজ্ঞের তীব্র নিন্দা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের

গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গত মাসের একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের চলমান সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্পষ্টতই, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আহ্বানের প্রতি কোনো শ্রদ্ধা দেখায়নি এবং পরিবর্তে ক্রমবর্ধমান তীব্র হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচারে বিমান হামলার তীব্র নিন্দা জানায়। এই হামলার উদ্দেশ্য অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানো। বাংলাদেশ সরকার অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করার, সর্বোচ্চ সংযম অনুশীলন করার এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়িত্ব মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি দাবি জানায়।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিশেষ করে জাতিসংঘের কাছে, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার জন্য এবং অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ সরবরাহের অবাধ প্রবেশের জন্য নিঃশর্ত যুদ্ধবিরতি এবং সমস্ত শত্রুতা বন্ধে অবিলম্বে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের সমস্ত ন্যায্য অধিকার, তাঁদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আলোচনার প্ল্যাটফর্মে ফিরে আসার প্রয়োজনীয়তার পুনরাবৃত্তি করেছে। যা আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক বলে মনে করে বাংলাদেশ। বাংলাদেশ সহিংসতা এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশা দূর করতে কূটনীতি এবং সংলাপের পথে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আবেদন জানিয়েছে।

আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য ফিলিস্তিনি আকাঙ্ক্ষার ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে কাজ করার জন্য বাংলাদেশ বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি তার অবিচল ও দ্ব্যর্থহীন আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত