Ajker Patrika

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সফররত দুই মার্কিন মন্ত্রীসহ অন্য কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সফররত দুই মার্কিন মন্ত্রীসহ অন্য কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসনের সঙ্গে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন সফররত দুই মার্কিন মন্ত্রী।

সফর শেষের আগের দিন ব‍্যস্ত সময় পার করছে এই প্রতিনিধিদল। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কারপ্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করে তারা। অন্যদিকে অ্যান্ড্রু হেরাপের সফরে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারা সাক্ষাৎ করবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে কথা বলবে তারা।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এরপর তাঁরা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, দলগুলোর অর্থনৈতিক পলিসি ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে কথা হয়েছে রাজনৈতিক দলগুলোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত