নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা ও ক্ষতিপূরণের টাকা চেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিষয়গুলো তুলে ধরা হয়।
বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন—আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা দেওয়া, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়সমূহের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী ও ফরোয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা কামনা করেছি।’
ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে জসীম উদ্দিন বলেন, ‘ফরমাল ডেপুটি চেয়ারম্যান অব প্ল্যানিং কমিশন বাংলাদেশের হিসেব অনুযায়ী, ৪ হাজার মিলিয়ন ইউএস ডলার, আরেকটিতে বলা আছে, ৪ দশমিক ৩২ বিলিয়ন ইউএস ডলার। আমরা আজকে এই অঙ্কই বলেছি। আরেকটি হচ্ছে, ১৯৭০ সালে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন রাষ্ট্র ও এজেন্সি ২০০ মিলিয়ন ইউএস ডলার পরিমাণ অর্থ দান করেছিল। আমরা সেটিও বলেছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে বলেছে, সামনের দিনগুলোতে আলোচনায় থাকবে। একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, পাকিস্তানের সঙ্গে আজকের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়মিত বৈঠক হওয়ার কথা। কিন্তু বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে। কাজেই দেড় দশক পর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তাদের দিক থেকে এ বিষয়ে আলোচনা করার সদিচ্ছা ব্যক্ত করেছেন।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জসীম উদ্দিন বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের ২৭ ও ২৮ তারিখ সফর করবেন।
ক্ষমা চাওয়ার বিষয়টি পাকিস্তান এড়িয়ে যেতে চায় কি না, ক্ষমা না চাইলে বাংলাদেশের কৌশল কী হবে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আর কূটনীতির কাজটাই হচ্ছে অবস্থান তুলে ধরে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এ রকম না যে আমরা বিষয়টি তোলার পরে তাঁরা আলোচনায় রাখতে চান নাই। তাঁরা বলেছেন, এটা নিয়ে তাঁরা ভবিষ্যতে আলোচনার উদ্যোগ রাখতে চান।’
বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানির সংখ্যার বিষয়ে জসীম উদ্দিন বলেন, ‘গত দেড় দশক আগে আমরা বিষয়টি নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছি। এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৯৪১ জন আটকে পড়া পাকিস্তানি সেখানে ফিরে গেছে। ৩ লাখ ২৪ হাজার ১৪৭ জন রয়েছে, যারা ১৪ জেলার ৭৯ ক্যাম্পে বসবাস করছে।’
সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন সহযোগিতায় নতুন গতি আনার জোর দেওয়া হয়েছে। সর্বশেষ ২০১০ সালের দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানের পররাষ্ট্রসচিব মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগে পাকিস্তানের পররাষ্ট্রসচিব পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা ও ক্ষতিপূরণের টাকা চেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিষয়গুলো তুলে ধরা হয়।
বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন—আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা দেওয়া, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়সমূহের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী ও ফরোয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা কামনা করেছি।’
ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে জসীম উদ্দিন বলেন, ‘ফরমাল ডেপুটি চেয়ারম্যান অব প্ল্যানিং কমিশন বাংলাদেশের হিসেব অনুযায়ী, ৪ হাজার মিলিয়ন ইউএস ডলার, আরেকটিতে বলা আছে, ৪ দশমিক ৩২ বিলিয়ন ইউএস ডলার। আমরা আজকে এই অঙ্কই বলেছি। আরেকটি হচ্ছে, ১৯৭০ সালে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন রাষ্ট্র ও এজেন্সি ২০০ মিলিয়ন ইউএস ডলার পরিমাণ অর্থ দান করেছিল। আমরা সেটিও বলেছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে বলেছে, সামনের দিনগুলোতে আলোচনায় থাকবে। একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, পাকিস্তানের সঙ্গে আজকের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়মিত বৈঠক হওয়ার কথা। কিন্তু বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে। কাজেই দেড় দশক পর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তাদের দিক থেকে এ বিষয়ে আলোচনা করার সদিচ্ছা ব্যক্ত করেছেন।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জসীম উদ্দিন বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের ২৭ ও ২৮ তারিখ সফর করবেন।
ক্ষমা চাওয়ার বিষয়টি পাকিস্তান এড়িয়ে যেতে চায় কি না, ক্ষমা না চাইলে বাংলাদেশের কৌশল কী হবে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আর কূটনীতির কাজটাই হচ্ছে অবস্থান তুলে ধরে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এ রকম না যে আমরা বিষয়টি তোলার পরে তাঁরা আলোচনায় রাখতে চান নাই। তাঁরা বলেছেন, এটা নিয়ে তাঁরা ভবিষ্যতে আলোচনার উদ্যোগ রাখতে চান।’
বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানির সংখ্যার বিষয়ে জসীম উদ্দিন বলেন, ‘গত দেড় দশক আগে আমরা বিষয়টি নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছি। এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৯৪১ জন আটকে পড়া পাকিস্তানি সেখানে ফিরে গেছে। ৩ লাখ ২৪ হাজার ১৪৭ জন রয়েছে, যারা ১৪ জেলার ৭৯ ক্যাম্পে বসবাস করছে।’
সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন সহযোগিতায় নতুন গতি আনার জোর দেওয়া হয়েছে। সর্বশেষ ২০১০ সালের দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানের পররাষ্ট্রসচিব মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগে পাকিস্তানের পররাষ্ট্রসচিব পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না...
২ ঘণ্টা আগেএখন চলছে ইলিশের ভরা মৌসুম। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে জেলেরা ইলিশ শিকারে নেমেছিলেন নদী-সাগরে। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ধরা পড়ছে না এই মাছ। এর জন্য ভোলায় নদীর তলদেশে অসংখ্য ডুবোচর এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে জলবায়ু পরিবর্তন ও শিল্পকারখানার বর্জ্যের প্রভাবকে...
৭ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ (দশম, একাদশ ও দ্বাদশ) নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
১১ ঘণ্টা আগে