ব্যক্তিগত গুনাহের প্রকাশ অনুচিত
দোষে-গুণে মানুষ। কিন্তু যেসব গুনাহ গোপনে ব্যক্তিগত জীবনে হয়ে যায়, তা অন্য কারও কাছে প্রকাশ করা উচিত নয়। যে গুনাহ ব্যক্তি নিজ থেকে প্রকাশ করে না, মহান আল্লাহ তা নিজ গুণে ক্ষমা করে দেন, যা হাদিস থেকে প্রমাণিত। মহানবী (সা.) বলেন, ‘গুনাহ প্রকাশকারী ছাড়া আমার সব অনুসারীকে ক্ষমা করা হবে।