Ajker Patrika

হনুমানের সেই গদা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
হনুমানের সেই গদা উদ্ধার

কুমিল্লা নানুয়াদিঘী পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে হনুমানের হাত থেকে সরিয়ে দেওয়া গদা উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় দারোগাবাড়ি মাজারের পাশে একটি ঝোপ থেকে গদাটি উদ্ধার করে।    

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গদা পুকুরে ফেলার কথা ইকবাল বললেও সেটা ঝোপ থেকে পাওয়া গেছে।  

দারোগাবাড়ি মাজারের পাশে একটি ঝোপ থেকে গদাটি উদ্ধার করে পুলিশরোববার রাতে ইকবাল হোসেনকে নিয়ে কুমিল্লা ডিবি পুলিশ গদা উদ্ধারে যান। এর আগে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল হোসেন গদাটি নিয়ে নানুয়াদিঘী পশ্চিম পাড় দিয়ে হেঁটে দারোগাবাড়ী মাজারের সড়কে ঢুকে পড়ে। এর এক ঘণ্টা আগে দারোগাবাড়ী মসজিদ থেকে একটি কোরআন শরীফ নিয়ে বের হতে দেখা যায় অন্য একটি ফুটেজে।  

এর আগে বৃহস্পতিবার রাতে ইকবালকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে নেওয়া হয় এবং আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত