আবদুল আযীয কাসেমি
বছরের সেরা মাস রমজানের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো, এ মাসে রয়েছে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত পবিত্র শবে কদর। এ রাতকে পবিত্র কোরআনে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। এ রাতেই সম্পূর্ণ পবিত্র কোরআন ঊর্ধ্বাকাশ থেকে পৃথিবীর আকাশে অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, ‘এই কোরআন আমি একটি মহিমান্বিত রাতে নাজিল করেছি।’ (সুরা দুখান: ৩)
শবে কদরের গুরুত্ব ও মাহাত্ম্য নির্দেশ করতে আল্লাহ তাআলা সুরা কদর নামে স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। আপনি কি জানেন কদরের রাতের মর্যাদা কীরূপ? কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতে প্রতিটি কাজের জন্য ফেরেশতারা ও (বিশেষত) জিবরাইল তাঁদের প্রতিপালকের নির্দেশে পৃথিবীতে নেমে আসেন। শান্তিই শান্তি সেই রজনী—উষার আবির্ভাব পর্যন্ত।’ (সুরা কদর: ১-৫)
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি কদরের রাতে পূর্ণ আস্থা-বিশ্বাস ও সওয়াবের আশায় ইবাদতে মগ্ন থাকবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল পাপ (সগিরা গুনাহ) ক্ষমা করে দেবেন।’ (বুখারি) অন্য হাদিসে মহানবী সা. বলেন, ‘দেখো, রমজান মাস তোমাদের দোরগোড়ায় উপস্থিত হয়েছে। রমজান মাসে এমন এক রাত আছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এ রাতের ফজিলত থেকে বঞ্চিত হয়, সে যেন সমগ্র কল্যাণ থেকে বঞ্চিত হয়। আর বঞ্চিত ব্যক্তিরাই এ রাত সম্পর্কে উদাসীন থাকে।’ (ইবনে মাজাহ)
রমজানের শেষ দশকে মহানবী (সা.) অধিক পরিমাণে রাত জাগতেন। প্রায় সারা রাত ইবাদতে মগ্ন থাকতেন। তিনি শুধু নিজে ইবাদত করেই ক্ষান্ত হতেন না, বরং নিজের পরিবার-পরিজনকেও উৎসাহিত করতেন। তাই রাতটি ইবাদত-বন্দেগি ও দোয়া-অনুগ্রহ কামনায় কাটানো উচিত।
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
বছরের সেরা মাস রমজানের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো, এ মাসে রয়েছে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত পবিত্র শবে কদর। এ রাতকে পবিত্র কোরআনে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। এ রাতেই সম্পূর্ণ পবিত্র কোরআন ঊর্ধ্বাকাশ থেকে পৃথিবীর আকাশে অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, ‘এই কোরআন আমি একটি মহিমান্বিত রাতে নাজিল করেছি।’ (সুরা দুখান: ৩)
শবে কদরের গুরুত্ব ও মাহাত্ম্য নির্দেশ করতে আল্লাহ তাআলা সুরা কদর নামে স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। আপনি কি জানেন কদরের রাতের মর্যাদা কীরূপ? কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতে প্রতিটি কাজের জন্য ফেরেশতারা ও (বিশেষত) জিবরাইল তাঁদের প্রতিপালকের নির্দেশে পৃথিবীতে নেমে আসেন। শান্তিই শান্তি সেই রজনী—উষার আবির্ভাব পর্যন্ত।’ (সুরা কদর: ১-৫)
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি কদরের রাতে পূর্ণ আস্থা-বিশ্বাস ও সওয়াবের আশায় ইবাদতে মগ্ন থাকবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল পাপ (সগিরা গুনাহ) ক্ষমা করে দেবেন।’ (বুখারি) অন্য হাদিসে মহানবী সা. বলেন, ‘দেখো, রমজান মাস তোমাদের দোরগোড়ায় উপস্থিত হয়েছে। রমজান মাসে এমন এক রাত আছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এ রাতের ফজিলত থেকে বঞ্চিত হয়, সে যেন সমগ্র কল্যাণ থেকে বঞ্চিত হয়। আর বঞ্চিত ব্যক্তিরাই এ রাত সম্পর্কে উদাসীন থাকে।’ (ইবনে মাজাহ)
রমজানের শেষ দশকে মহানবী (সা.) অধিক পরিমাণে রাত জাগতেন। প্রায় সারা রাত ইবাদতে মগ্ন থাকতেন। তিনি শুধু নিজে ইবাদত করেই ক্ষান্ত হতেন না, বরং নিজের পরিবার-পরিজনকেও উৎসাহিত করতেন। তাই রাতটি ইবাদত-বন্দেগি ও দোয়া-অনুগ্রহ কামনায় কাটানো উচিত।
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪