Ajker Patrika

পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮: ১৪
পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মক্তবভিত্তিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার চরটেকী নামাপাড়া দারোগা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুসাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘের চরটেকী আঞ্চলিক শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে।

জামিয়া হুসাইনীয়া তারাকান্দির মুহতামিম মাওলানা রশিদ আহমাদ জাহাঙ্গীর হুছাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন জাঙালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহমেদ। হুসাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম ফজলুল হক বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়াবিদ মোসাদ্দেক হাবিব কাঞ্চন, তওহীদি যুবসংঘের চরটেকী শাখার সভাপতি মোশারফ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় এবং আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, উপজেলার ২০টি মক্তবের দুই শতাধিক শিক্ষার্থী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেয়। ছোট, মাঝারি ও বড় তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত