আগে থেকে সিরিঞ্জে টিকা ধরা পড়ায় ডাস্টবিনে
পটুয়াখালীর বাউফল উপজেলায় শিক্ষার্থীদের গণটিকা কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়ম রয়েছে যখন টিকা দেওয়া হবে, ঠিক তখনই ভায়াল (বোতল) থেকে সিরিঞ্জ দিয়ে ওষুধ বের করে টিকা গ্রহণকারীর শরীরে দিতে হবে, যাতে টিকার কার্যকারিতা অক্ষুণ্ন থাকে। কিন্তু টিকা দেওয়ার এ নিয়ম মানা হয়নি।