Ajker Patrika

২৩ জনকে জরিমানা জব্দ ১০ মোটরসাইকেল

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৯
২৩ জনকে জরিমানা জব্দ ১০ মোটরসাইকেল

পিরোজপুর সদর উপজেলার পৌর শহরে সড়ক পরিবহন আইন অমান্য করায় গতকাল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে জরিমানা করা হয়েছে। এ সময় ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চালককে হেলমেট পড়া ও অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য দিনব্যাপী এ অভিযান চালানো হয়। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী হেলমেট বিহীন গাড়ি চালানো ও অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালানো অপরাধে ২৩ জনকে মামলা দিয়ে জরিমানা করা হয়। এ ছাড়া নিবন্ধনের কাগজ না থাকার অভিযোগে ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় হেলমেট বিহীন প্রায় শতাধিক চালককে হেলমেট কিনে এনে গাড়ি নিতে হয়।

অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ‘সড়ক পরিবহন আইন মেনে গাড়ি ও মোটরসাইকেল চালাতে হবে। আমরা পলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান স্যারের নির্দেশে শহরের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ২৩টি মামলা দিয়ে জরিমানা করি। এ সময় ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে না চললে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ মো. মাসুদুজ্জামান মিলু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত