ডিসি–ইউএনওকে রিটার্নিং কর্মকর্তা চান না জনপ্রতিনিধিরা, দলীয় প্রতীকের বিরুদ্ধে সবাই
জাতীয় ও স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি জানিয়েছেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। প্রয়োজনে তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।