Ajker Patrika

২০০৭–এর আগে জন্মগ্রহণকারীদের নিজ উদ্যোগে ভোটার হওয়ার অনুরোধ

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

যেসব নাগরিকের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে কিন্তু ভোটার হননি, তাঁদের নিজ উদ্যোগে ভোটার নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য তাঁদের নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট থানা, উপজেলা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সোমবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

গতকাল রোববার ইসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন করার অনুরোধ করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি সংশোধন করে আজ গণমাধ্যমে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে ইসি।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জন্ম ১ জানুয়ারি, ২০০৭ বা এর আগে তাঁরা যদি ভোটার না হয়ে থাকেন তাঁদের সংশ্লিষ্ট উপজেলা, থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। প্রতিবছর ২ জানুয়ারি এর আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। তালিকা নিয়ে দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আগামী ২ মার্চ চলতি বছরের তথ্য নিয়ে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

২ মার্চের পর আগামী বছরের ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত