যে দেশে বিমানবন্দরের রানওয়ের ভেতর দিয়ে ট্রেন চলে
কোনো একটি বিমানবন্দরের রানওয়ে কেটে রেললাইন চলে গেছে, এটি নিশ্চয় আশা করবেন না আপনি । ওই রেলপথে আবার ট্রেনও চলে! আপনি কেন, এ কথা শুনে অভিজ্ঞ কোনো কোনো পাইলটের চোখ কপালে ওঠাটাও অস্বাভাবিক নয়। তবে গালগপ্পো বা কল্পনা নয়, এমন বিমানবন্দর সত্যিই আছে।