নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছিল প্রশংসনীয়। দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বেও তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বোলার পরিবর্তন, ফিল্ডিং সেটআপ ও কৌশলগত অনেক সিদ্ধান্তে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি।
তবে ওয়ানডে সংস্করণে তিন ম্যাচে অধিনায়কত্ব করে জয় পাননি শান্ত। কিন্তু টেস্টে প্রথম ম্যাচেই নেতৃত্ব দিয়ে জয়ের দেখা পেলেন। নিজেদের মাঠে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডে ফিরতি সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সীমিত ওভারের সেই দুই সিরিজেও বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত।
সিলেট টেস্টে শান্তর নেতৃত্বে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। কাল মিরপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে আজ বাংলাদেশ কোচ বললেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা জিনিস। অধিনায়কত্ব দারুণ ছিল। কৌশলগত নিজের সেরা অবস্থানে ছিল। তার ফিল্ডিং সাজানো ছিল দারুণ। কখনো ভিন্ন কিছু চেষ্টা করেছে, যা ভীষণ কার্যকর হয়েছে। নেতৃত্ব ছিল দুর্দান্ত। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।’
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদেরা আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। সবকিছু মিলিয়ে প্রজন্ম পরিবর্তনের একটা সময় পার করছে বাংলাদেশ দল। তারুণ্যনির্ভর দল। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে শান্তকে দেখতে চান হাথুরুও, ‘আমার মনে হয় সামনে তার লম্বা সময় আছে। তার নেতৃত্ব ও অধিনায়কত্ব দেখে বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারে। সঠিক সিদ্ধান্তটা বোর্ডই নেবে। (তাকে নিয়মিত দেখতে চাও?) অবশ্যই।’
সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছিল প্রশংসনীয়। দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বেও তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বোলার পরিবর্তন, ফিল্ডিং সেটআপ ও কৌশলগত অনেক সিদ্ধান্তে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি।
তবে ওয়ানডে সংস্করণে তিন ম্যাচে অধিনায়কত্ব করে জয় পাননি শান্ত। কিন্তু টেস্টে প্রথম ম্যাচেই নেতৃত্ব দিয়ে জয়ের দেখা পেলেন। নিজেদের মাঠে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডে ফিরতি সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সীমিত ওভারের সেই দুই সিরিজেও বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত।
সিলেট টেস্টে শান্তর নেতৃত্বে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। কাল মিরপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে আজ বাংলাদেশ কোচ বললেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা জিনিস। অধিনায়কত্ব দারুণ ছিল। কৌশলগত নিজের সেরা অবস্থানে ছিল। তার ফিল্ডিং সাজানো ছিল দারুণ। কখনো ভিন্ন কিছু চেষ্টা করেছে, যা ভীষণ কার্যকর হয়েছে। নেতৃত্ব ছিল দুর্দান্ত। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।’
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদেরা আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। সবকিছু মিলিয়ে প্রজন্ম পরিবর্তনের একটা সময় পার করছে বাংলাদেশ দল। তারুণ্যনির্ভর দল। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে শান্তকে দেখতে চান হাথুরুও, ‘আমার মনে হয় সামনে তার লম্বা সময় আছে। তার নেতৃত্ব ও অধিনায়কত্ব দেখে বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারে। সঠিক সিদ্ধান্তটা বোর্ডই নেবে। (তাকে নিয়মিত দেখতে চাও?) অবশ্যই।’
রাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
২১ মিনিট আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
১ ঘণ্টা আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
২ ঘণ্টা আগে