Ajker Patrika

শান্তকে নিয়মিত অধিনায়ক হিসেবে দেখতে চান হাথুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৪: ৩৪
শান্তকে নিয়মিত অধিনায়ক হিসেবে দেখতে চান হাথুরু

সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছিল প্রশংসনীয়। দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বেও তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বোলার পরিবর্তন, ফিল্ডিং সেটআপ ও কৌশলগত অনেক সিদ্ধান্তে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি। 

তবে ওয়ানডে সংস্করণে তিন ম্যাচে অধিনায়কত্ব করে জয় পাননি শান্ত। কিন্তু টেস্টে প্রথম ম্যাচেই নেতৃত্ব দিয়ে জয়ের দেখা পেলেন। নিজেদের মাঠে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডে ফিরতি সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সীমিত ওভারের সেই দুই সিরিজেও বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত।

সিলেট টেস্টে শান্তর নেতৃত্বে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। কাল মিরপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে আজ বাংলাদেশ কোচ বললেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা জিনিস। অধিনায়কত্ব দারুণ ছিল। কৌশলগত নিজের সেরা অবস্থানে ছিল। তার ফিল্ডিং সাজানো ছিল দারুণ। কখনো ভিন্ন কিছু চেষ্টা করেছে, যা ভীষণ কার্যকর হয়েছে। নেতৃত্ব ছিল দুর্দান্ত। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।’ 

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদেরা আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। সবকিছু মিলিয়ে প্রজন্ম পরিবর্তনের একটা সময় পার করছে বাংলাদেশ দল। তারুণ্যনির্ভর দল। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে শান্তকে দেখতে চান হাথুরুও, ‘আমার মনে হয় সামনে তার লম্বা সময় আছে। তার নেতৃত্ব ও অধিনায়কত্ব দেখে বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারে। সঠিক সিদ্ধান্তটা বোর্ডই নেবে। (তাকে নিয়মিত দেখতে চাও?) অবশ্যই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত