ক্রীড়া ডেস্ক
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। সেই আলোচনার সমাপ্তি টানতে গত মাসে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনাও বসেছিলেন বাঁহাতি ব্যাটার। তবে জাতীয় নির্বাচনের কারণে তাঁকে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছেন পাপন।
আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন সেটা জানতে একটু সময় লাগলেও বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তামিম। পাপনের সঙ্গে আলোচনার পরেই পরিষ্কার করেছিলেন তিনি। তার আগে অবশ্য একটি জায়গা অভিষেক হতে যাচ্ছে তামিমের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দেবেন তিনি।
আগামীকাল মিরপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই টেস্টে ধারাভাষ্য দেবেন বলে নিজেই জানিয়েছেন তামিম। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের ছোট্ট অংশ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম! আমার স্লট: ১২টা ৪০ থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। আবারও ধারাভাষ্য কক্ষের অভিজ্ঞতা নিতে উন্মুখ আছি।’
আন্তর্জাতিকে প্রথম হলেও ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা আগেই হয়েছে তামিমের। ২০২২ বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন বাঁহাতি ব্যাটার। এবার অবশ্য নতুন স্বাদ পেতে যাচ্ছেন বাংলাদেশের হয়ে একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের ক্লাবের মালিক। তাঁকে স্বাগতও জানিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আরেকবার তামিম ইকবালের সঙ্গে ধারাভাষ্য দিতে উন্মুখ আছি। মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিন কমেন্ট্রি বক্সে।’
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। সেই আলোচনার সমাপ্তি টানতে গত মাসে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনাও বসেছিলেন বাঁহাতি ব্যাটার। তবে জাতীয় নির্বাচনের কারণে তাঁকে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছেন পাপন।
আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন সেটা জানতে একটু সময় লাগলেও বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তামিম। পাপনের সঙ্গে আলোচনার পরেই পরিষ্কার করেছিলেন তিনি। তার আগে অবশ্য একটি জায়গা অভিষেক হতে যাচ্ছে তামিমের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দেবেন তিনি।
আগামীকাল মিরপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই টেস্টে ধারাভাষ্য দেবেন বলে নিজেই জানিয়েছেন তামিম। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের ছোট্ট অংশ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম! আমার স্লট: ১২টা ৪০ থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। আবারও ধারাভাষ্য কক্ষের অভিজ্ঞতা নিতে উন্মুখ আছি।’
আন্তর্জাতিকে প্রথম হলেও ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা আগেই হয়েছে তামিমের। ২০২২ বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন বাঁহাতি ব্যাটার। এবার অবশ্য নতুন স্বাদ পেতে যাচ্ছেন বাংলাদেশের হয়ে একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের ক্লাবের মালিক। তাঁকে স্বাগতও জানিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আরেকবার তামিম ইকবালের সঙ্গে ধারাভাষ্য দিতে উন্মুখ আছি। মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিন কমেন্ট্রি বক্সে।’
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
৫ ঘণ্টা আগেবৃষ্টি আগের দিন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ক্ষীণ করে তুলেছিল আফগানদের শেষ চারের ওঠার সম্ভাবনা। সেটা এতই ক্ষীণ যে তা উবে যাওয়ার জন্য গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না। করাচিতে কাল ইংল্যান্ডে ১৭৯ রানে অলআউট করেই শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাতেই
৫ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
৬ ঘণ্টা আগেগতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
৮ ঘণ্টা আগে