তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। সেই আলোচনার সমাপ্তি টানতে গত মাসে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনাও বসেছিলেন বাঁহাতি ব্যাটার। তবে জাতীয় নির্বাচনের কারণে তাঁকে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছেন পাপন।
আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন সেটা জানতে একটু সময় লাগলেও বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তামিম। পাপনের সঙ্গে আলোচনার পরেই পরিষ্কার করেছিলেন তিনি। তার আগে অবশ্য একটি জায়গা অভিষেক হতে যাচ্ছে তামিমের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দেবেন তিনি।
আগামীকাল মিরপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই টেস্টে ধারাভাষ্য দেবেন বলে নিজেই জানিয়েছেন তামিম। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের ছোট্ট অংশ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম! আমার স্লট: ১২টা ৪০ থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। আবারও ধারাভাষ্য কক্ষের অভিজ্ঞতা নিতে উন্মুখ আছি।’
আন্তর্জাতিকে প্রথম হলেও ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা আগেই হয়েছে তামিমের। ২০২২ বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন বাঁহাতি ব্যাটার। এবার অবশ্য নতুন স্বাদ পেতে যাচ্ছেন বাংলাদেশের হয়ে একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের ক্লাবের মালিক। তাঁকে স্বাগতও জানিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আরেকবার তামিম ইকবালের সঙ্গে ধারাভাষ্য দিতে উন্মুখ আছি। মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিন কমেন্ট্রি বক্সে।’
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। সেই আলোচনার সমাপ্তি টানতে গত মাসে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনাও বসেছিলেন বাঁহাতি ব্যাটার। তবে জাতীয় নির্বাচনের কারণে তাঁকে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছেন পাপন।
আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন সেটা জানতে একটু সময় লাগলেও বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তামিম। পাপনের সঙ্গে আলোচনার পরেই পরিষ্কার করেছিলেন তিনি। তার আগে অবশ্য একটি জায়গা অভিষেক হতে যাচ্ছে তামিমের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দেবেন তিনি।
আগামীকাল মিরপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই টেস্টে ধারাভাষ্য দেবেন বলে নিজেই জানিয়েছেন তামিম। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের ছোট্ট অংশ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম! আমার স্লট: ১২টা ৪০ থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। আবারও ধারাভাষ্য কক্ষের অভিজ্ঞতা নিতে উন্মুখ আছি।’
আন্তর্জাতিকে প্রথম হলেও ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা আগেই হয়েছে তামিমের। ২০২২ বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন বাঁহাতি ব্যাটার। এবার অবশ্য নতুন স্বাদ পেতে যাচ্ছেন বাংলাদেশের হয়ে একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের ক্লাবের মালিক। তাঁকে স্বাগতও জানিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আরেকবার তামিম ইকবালের সঙ্গে ধারাভাষ্য দিতে উন্মুখ আছি। মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিন কমেন্ট্রি বক্সে।’
রাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৫ মিনিট আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪৪ মিনিট আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
১ ঘণ্টা আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
২ ঘণ্টা আগে