Ajker Patrika

মিরপুর টেস্টে থাকছেন তামিম

মিরপুর টেস্টে থাকছেন তামিম

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। সেই আলোচনার সমাপ্তি টানতে গত মাসে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনাও বসেছিলেন বাঁহাতি ব্যাটার। তবে জাতীয় নির্বাচনের কারণে তাঁকে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছেন পাপন।

আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন সেটা জানতে একটু সময় লাগলেও বিপিএল দিয়ে মাঠে ফিরবেন তামিম। পাপনের সঙ্গে আলোচনার পরেই পরিষ্কার করেছিলেন তিনি। তার আগে অবশ্য একটি জায়গা অভিষেক হতে যাচ্ছে তামিমের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দেবেন তিনি।

আগামীকাল মিরপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই টেস্টে ধারাভাষ্য দেবেন বলে নিজেই জানিয়েছেন তামিম। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের ছোট্ট অংশ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম! আমার স্লট: ১২টা ৪০ থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। আবারও ধারাভাষ্য কক্ষের অভিজ্ঞতা নিতে উন্মুখ আছি।’

আন্তর্জাতিকে প্রথম হলেও ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা আগেই হয়েছে তামিমের। ২০২২ বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন বাঁহাতি ব্যাটার। এবার অবশ্য নতুন স্বাদ পেতে যাচ্ছেন বাংলাদেশের হয়ে একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের ক্লাবের মালিক। তাঁকে স্বাগতও জানিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খান। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আরেকবার তামিম ইকবালের সঙ্গে ধারাভাষ্য দিতে উন্মুখ আছি। মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিন কমেন্ট্রি বক্সে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত