নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
সিলেট টেস্ট নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকেরা। দিনের দ্বিতীয় সেশন শেষে নিউজিল্যান্ড করেছিল ৪ উইকেটে ১৬৮ রান। কিন্তু উইকেটের সংখ্যাটা নিশ্চিতভাবে আরও বাড়ত। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তো ড্যারিল মিচেলের ক্যাচ নিয়ে বুঝতে পারলেন না ব্যাটে লেগেছে কি না।
রিভিউ নেওয়া হলো না, পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাট ছুঁয়ে সোহানের হাতে জমা পড়েছে বল। মিচেলের এই ইনিংস ৪১ রানে থামে। তাইজুল ইসলামের বলে সোহানই অবশ্য মিচেলের ক্যাচ নিয়েছেন পরে।
দ্বিতীয় সেশন বিরতিতে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি হাতছাড়া করল বাংলাদেশ দল। ৪৯তম ওভারের শেষ বলে মিড উইকেটে কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ মিস করেন তাইজুল। এই ক্যাচ হতে পারত ম্যাচের মোড় ঘোরানো। ফিফটি করে ৭০ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।
দ্বিতীয় সেশনের ২৮ ওভারে নিউজিল্যান্ড তোলে ৯০ রান। বিপরীতে বাংলাদেশি বোলাররা নিয়েছেন ২ উইকেট। মিচেল ৪১ ও হেনরি নিকোলস ফেরেন ১৯ রানে। প্রথম সেশনেও ২ উইকেট পেয়েছেন বোলাররা। টম লাথাম ২১ ও ডেভন কনওয়ে আউট হয়েছেন ১২ রানে। তাইজুল নিয়েছেন ২টি উইকেট। তবে তৃতীয় সেশনের শুরুতে টম ব্লান্ডেলকে (৬) ফিরিয়েছেন নাঈম হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান। তবে ৫৯তম ওভারে নাঈম হাসানের বলে উইলিয়ামসনের সহজ আরেকটি ক্যাচ মিস করেছেন শরীফুল ইসলাম।
এর আগে শেষ উইকেট নিতে দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের লাগল মাত্র এক বল। টিম সাউদির করা দিনের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল। আজ আর স্কোরে কোনো রান জমা করতে পারেনি বাংলাদেশ দল। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয়ে গেছে তারা।
স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন শরীফুল। বল লাগে তাঁর প্যাডে, কিউইদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা। শরীফুল করেছেন ১৩ রান। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল।
সিলেট টেস্ট নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকেরা। দিনের দ্বিতীয় সেশন শেষে নিউজিল্যান্ড করেছিল ৪ উইকেটে ১৬৮ রান। কিন্তু উইকেটের সংখ্যাটা নিশ্চিতভাবে আরও বাড়ত। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তো ড্যারিল মিচেলের ক্যাচ নিয়ে বুঝতে পারলেন না ব্যাটে লেগেছে কি না।
রিভিউ নেওয়া হলো না, পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাট ছুঁয়ে সোহানের হাতে জমা পড়েছে বল। মিচেলের এই ইনিংস ৪১ রানে থামে। তাইজুল ইসলামের বলে সোহানই অবশ্য মিচেলের ক্যাচ নিয়েছেন পরে।
দ্বিতীয় সেশন বিরতিতে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি হাতছাড়া করল বাংলাদেশ দল। ৪৯তম ওভারের শেষ বলে মিড উইকেটে কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ মিস করেন তাইজুল। এই ক্যাচ হতে পারত ম্যাচের মোড় ঘোরানো। ফিফটি করে ৭০ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।
দ্বিতীয় সেশনের ২৮ ওভারে নিউজিল্যান্ড তোলে ৯০ রান। বিপরীতে বাংলাদেশি বোলাররা নিয়েছেন ২ উইকেট। মিচেল ৪১ ও হেনরি নিকোলস ফেরেন ১৯ রানে। প্রথম সেশনেও ২ উইকেট পেয়েছেন বোলাররা। টম লাথাম ২১ ও ডেভন কনওয়ে আউট হয়েছেন ১২ রানে। তাইজুল নিয়েছেন ২টি উইকেট। তবে তৃতীয় সেশনের শুরুতে টম ব্লান্ডেলকে (৬) ফিরিয়েছেন নাঈম হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান। তবে ৫৯তম ওভারে নাঈম হাসানের বলে উইলিয়ামসনের সহজ আরেকটি ক্যাচ মিস করেছেন শরীফুল ইসলাম।
এর আগে শেষ উইকেট নিতে দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের লাগল মাত্র এক বল। টিম সাউদির করা দিনের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল। আজ আর স্কোরে কোনো রান জমা করতে পারেনি বাংলাদেশ দল। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয়ে গেছে তারা।
স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন শরীফুল। বল লাগে তাঁর প্যাডে, কিউইদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা। শরীফুল করেছেন ১৩ রান। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল।
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
৩৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৪ ঘণ্টা আগে