অপরাজেয় নারীদের বিজয়গাথা
আমাদের দেশে, আমাদের সমাজে মাঝে মাঝে এমন সব নারী জন্ম নেন, যাঁরা দেশ সমাজ কালের গণ্ডি পেরিয়ে বড় হয়ে ওঠেন। সেই কবে এ দেশে বেগম রোকেয়ার জন্ম হয়েছিল। ভাবা যায়, সে সময় অবরোধবাসিনী এমন সব কথা লিখেছেন, যা এখনো পুরুষেরা নিতে পারে না? ১৮৮০ সালে জন্মেছিলেন তিনি। পিতার ভয়ে চৌহদ্দি পার হতেন না, ষোলো বছরে উর্দুভ