ভারতের রাজস্থান থেকে গয়না কিনে বিপুল প্রতারণার শিকার হয়েছেন এক মার্কিন নারী। অভিযোগ উঠেছে, রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী মাত্র ৩০০ টাকার গয়না ৬ কোটি রুপিতে বিক্রি করেছেন ওই নারীর কাছে।
পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, চেরিশ নামে মার্কিন সেই নারী জয়পুরের জহুরি বাজার থেকে যে গয়নাগুলো কিনেছিলেন—সেগুলো রুপার হলেও ওপর দিয়ে সোনার আবরণ দেওয়া ছিল। গত এপ্রিলে গয়নাগুলো যুক্তরাষ্ট্রের একটি মেলায় প্রদর্শনীর জন্য রেখেছিলেন চেরিশ। পরে সেখানেই বেরিয়ে আসে গয়নাগুলো আসলে নকল।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে নকল গয়না নিয়ে ভারতে আসেন চেরিশ এবং তিনি সেই গয়না ব্যবসায়ী গৌরব সনির মুখোমুখি হন। কিন্তু প্রতারণা এবং অভিযোগের বিষয়টি প্রত্যাখ্যান করেন গৌরব। উপায়ন্তর না দেখে পুলিশে অভিযোগ দেন চেরিশ। পাশাপাশি তিনি ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসেরও সহযোগিতা চান। দূতাবাসের পক্ষ থেকেও এই বিষয়টির তদন্তের জন্য চাপ দেওয়া হয় জয়পুরের পুলিশকে।
জয়পুরের পুলিশকে চেরিশ জানান, গয়না ব্যবসায়ী গৌরব সনির সঙ্গে ২০২২ সালে ইনস্টাগ্রামে যোগাযোগ হয় তাঁর। পরে গত দুই বছরে নকল গয়নার জন্যই ভারতীয় মুদ্রায় ছয় কোটি রুপি গৌরবকে দেন তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই পালিয়েছেন গৌরব ও তাঁর বাবা রাজেন্দ্র সনি। তবে তাঁদের খুঁজে বের করার অভিযান অব্যাহত আছে। প্রতারক বাবা-ছেলেকে ধরার জন্য একটি স্পেশাল বাহিনীও গঠন করা হয়েছে।
ভারতের রাজস্থান থেকে গয়না কিনে বিপুল প্রতারণার শিকার হয়েছেন এক মার্কিন নারী। অভিযোগ উঠেছে, রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী মাত্র ৩০০ টাকার গয়না ৬ কোটি রুপিতে বিক্রি করেছেন ওই নারীর কাছে।
পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, চেরিশ নামে মার্কিন সেই নারী জয়পুরের জহুরি বাজার থেকে যে গয়নাগুলো কিনেছিলেন—সেগুলো রুপার হলেও ওপর দিয়ে সোনার আবরণ দেওয়া ছিল। গত এপ্রিলে গয়নাগুলো যুক্তরাষ্ট্রের একটি মেলায় প্রদর্শনীর জন্য রেখেছিলেন চেরিশ। পরে সেখানেই বেরিয়ে আসে গয়নাগুলো আসলে নকল।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে নকল গয়না নিয়ে ভারতে আসেন চেরিশ এবং তিনি সেই গয়না ব্যবসায়ী গৌরব সনির মুখোমুখি হন। কিন্তু প্রতারণা এবং অভিযোগের বিষয়টি প্রত্যাখ্যান করেন গৌরব। উপায়ন্তর না দেখে পুলিশে অভিযোগ দেন চেরিশ। পাশাপাশি তিনি ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসেরও সহযোগিতা চান। দূতাবাসের পক্ষ থেকেও এই বিষয়টির তদন্তের জন্য চাপ দেওয়া হয় জয়পুরের পুলিশকে।
জয়পুরের পুলিশকে চেরিশ জানান, গয়না ব্যবসায়ী গৌরব সনির সঙ্গে ২০২২ সালে ইনস্টাগ্রামে যোগাযোগ হয় তাঁর। পরে গত দুই বছরে নকল গয়নার জন্যই ভারতীয় মুদ্রায় ছয় কোটি রুপি গৌরবকে দেন তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই পালিয়েছেন গৌরব ও তাঁর বাবা রাজেন্দ্র সনি। তবে তাঁদের খুঁজে বের করার অভিযান অব্যাহত আছে। প্রতারক বাবা-ছেলেকে ধরার জন্য একটি স্পেশাল বাহিনীও গঠন করা হয়েছে।
নেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
১ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
২ ঘণ্টা আগেহিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেনেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
৫ ঘণ্টা আগে