গৃহবধূকে মাথা ন্যাড়া করার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ননদ
লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করার ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। ওই নারী বাদী হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় স্বামী মো. হাসান, শ্বশুর কাঞ্চন মাঝি, ননদ পাখি বেগম ও শাশুড়িকে আসামি করা হয়।