লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুক না পেয়ে রুমা আক্তার নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। গত রোববার রাতে মাথা ন্যাড়া করার পর ওই ভুক্তভোগী গৃহবধূকে ঘরে আটকে রাখা হয়। এ ঘটনায় ননদ পাখী বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাড়ে ৩ বছর আগে ভোলার ইলিশা এলাকার বাসিন্দা আলমগীরের মেয়ের সঙ্গে লক্ষ্মীপুর সদরের চররমনি মোহন এলাকার বাসিন্দা কাঞ্চন মাঝির ছেলে মো. হাসানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাঁর শ্বশুরবাড়ির লোকজন ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। তা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত তাঁর শাশুড়ি, ননদ ও স্বামী হাসান।
দরিদ্র বাবা যৌতুকের টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় নীরবে নির্যাতন সহ্য করে আসছিল রুমা আক্তার। গত রোববার রাতে দাবিকৃত ৩ লাখ টাকা না দেওয়ায় স্বামী, শাশুড়ি ও ননদ তাঁর হাত-পা বেঁধে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে ঘরে আটকে রাখে। পরে শারীরিক নির্যাতন চালানো হয়। আবার ঘরে বেঁধে রেখে পালিয়ে যায় সবাই। এ সুযোগে আত্মীয়-স্বজনদের কাছে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজিবসহ এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন। বর্তমানে রুমা আক্তার পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসীরা।
স্থানীয় হুমায়ূন কবির ও জসিম উদ্দিন বলেন, যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে মাথা ন্যাড়া করা দেওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না। এ ঘটনার পর ওই নারী ভেঙে পড়েছেন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
স্থানীয়রা আরও বলেন, এসব ঘটনার বিচার না হওয়ায় যৌতুকের দাবিতে প্রায় নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। স্থানীয়রা দ্রুত এসব নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন।
নির্যাতনের ঘটনাটি অস্বীকার করেন ভুক্তভোগীর ননদ পাখি বেগম সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের কারণে তাঁর স্বামী চুল কেটে দেয়। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। অন্যায়ভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।
এ বিষয়ে চররমনী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন সজিব বলেন, যৌতুকের জন্য প্রায় রুমা আক্তারকে নির্যাতন করত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার দিন ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে তাঁর মাথা ন্যাড়া ও শারীরিক নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিষয়টি পুলিশে জানাই।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, এ ঘটনায় ননদ পাখী বেগমকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ন্যক্কারজনক।
পলাশ কান্তি নাথ আরও বলেন, এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
লক্ষ্মীপুরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুক না পেয়ে রুমা আক্তার নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। গত রোববার রাতে মাথা ন্যাড়া করার পর ওই ভুক্তভোগী গৃহবধূকে ঘরে আটকে রাখা হয়। এ ঘটনায় ননদ পাখী বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাড়ে ৩ বছর আগে ভোলার ইলিশা এলাকার বাসিন্দা আলমগীরের মেয়ের সঙ্গে লক্ষ্মীপুর সদরের চররমনি মোহন এলাকার বাসিন্দা কাঞ্চন মাঝির ছেলে মো. হাসানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাঁর শ্বশুরবাড়ির লোকজন ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। তা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত তাঁর শাশুড়ি, ননদ ও স্বামী হাসান।
দরিদ্র বাবা যৌতুকের টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় নীরবে নির্যাতন সহ্য করে আসছিল রুমা আক্তার। গত রোববার রাতে দাবিকৃত ৩ লাখ টাকা না দেওয়ায় স্বামী, শাশুড়ি ও ননদ তাঁর হাত-পা বেঁধে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে ঘরে আটকে রাখে। পরে শারীরিক নির্যাতন চালানো হয়। আবার ঘরে বেঁধে রেখে পালিয়ে যায় সবাই। এ সুযোগে আত্মীয়-স্বজনদের কাছে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজিবসহ এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন। বর্তমানে রুমা আক্তার পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসীরা।
স্থানীয় হুমায়ূন কবির ও জসিম উদ্দিন বলেন, যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে মাথা ন্যাড়া করা দেওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না। এ ঘটনার পর ওই নারী ভেঙে পড়েছেন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
স্থানীয়রা আরও বলেন, এসব ঘটনার বিচার না হওয়ায় যৌতুকের দাবিতে প্রায় নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। স্থানীয়রা দ্রুত এসব নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন।
নির্যাতনের ঘটনাটি অস্বীকার করেন ভুক্তভোগীর ননদ পাখি বেগম সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের কারণে তাঁর স্বামী চুল কেটে দেয়। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। অন্যায়ভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।
এ বিষয়ে চররমনী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন সজিব বলেন, যৌতুকের জন্য প্রায় রুমা আক্তারকে নির্যাতন করত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার দিন ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে তাঁর মাথা ন্যাড়া ও শারীরিক নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিষয়টি পুলিশে জানাই।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, এ ঘটনায় ননদ পাখী বেগমকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ন্যক্কারজনক।
পলাশ কান্তি নাথ আরও বলেন, এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৯ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫