গাজীপুরের শ্রীপুর চাহিদামতো যৌতুক দিতে না পারায় স্ত্রী ও শিশু সন্তানকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার স্ত্রী বাদী হয়ে শ্রীপুর থানায় ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম (৩৩) শ্রীপুরের বরকুল গ্রামের আ. হুদাল মিয়ার ছেলে। তিনি মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকেন তিনি।
ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে জানা যায়, গত পাঁচ বছর পূর্বে ময়মনসিংহের গফরগাঁওয়ের ওই ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছর বয়সী এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই অভিযুক্ত বেশ কয়েকবার যৌতুকে জন্য ভুক্তভোগীর পরিবারকে চাপ দিয়েছিলেন। মেয়ের সুখর কথা ভেবে তাঁর বাবা জমি বিক্রি কর ৬ লাখ টাকা তুলে দেন মেয়ের জামাইয়ের হাতে। বিভিন্নভাবে সে টাকা নষ্ট করে সম্প্রতি তিনি আরও ৫ লাখ টাকা দাবি করেন। এবার তাঁর এই দাবি মেটাতে অস্বীকৃতি জানান শ্বশুর বাড়ির লোকজন। এই জেরে গত ৭ জানুয়ারি ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূকে বের করে দেন জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন কারণে তাকে মারধর ও নানাভাবে নির্যাতন করেন আসছেন তাঁর স্বামী। শরীরে স্বামীর নির্যাতনের অসংখ্য আঘাতের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন তিনি। ছেলের জন্মের পর সব সহ্য করলেও এখন যৌতুকের জন্য বাড়ি থেকে তাঁর শিশুসহ বের করে দিয়েছে তাঁর স্বামী। এরপর তিনি ভগ্নিপতির বাড়িতে আশ্রয় থাকলেও ফের গত ১৯ জানুয়ারি দলবল নিয়ে গিয়ে এলাকা থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেন তাঁর স্বামী। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমের মোবাইলে কল করে জানতে চাইলে তিনি কোনো প্রকার বক্তব্য দিতে রাজি হয়নি।
গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ ওঠা সত্যিই হতাশাজনক। শিক্ষা অফিস এ বিষয়ে তদন্ত করবে। তদন্ত দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্তে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুর চাহিদামতো যৌতুক দিতে না পারায় স্ত্রী ও শিশু সন্তানকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার স্ত্রী বাদী হয়ে শ্রীপুর থানায় ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম (৩৩) শ্রীপুরের বরকুল গ্রামের আ. হুদাল মিয়ার ছেলে। তিনি মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকেন তিনি।
ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে জানা যায়, গত পাঁচ বছর পূর্বে ময়মনসিংহের গফরগাঁওয়ের ওই ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছর বয়সী এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই অভিযুক্ত বেশ কয়েকবার যৌতুকে জন্য ভুক্তভোগীর পরিবারকে চাপ দিয়েছিলেন। মেয়ের সুখর কথা ভেবে তাঁর বাবা জমি বিক্রি কর ৬ লাখ টাকা তুলে দেন মেয়ের জামাইয়ের হাতে। বিভিন্নভাবে সে টাকা নষ্ট করে সম্প্রতি তিনি আরও ৫ লাখ টাকা দাবি করেন। এবার তাঁর এই দাবি মেটাতে অস্বীকৃতি জানান শ্বশুর বাড়ির লোকজন। এই জেরে গত ৭ জানুয়ারি ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূকে বের করে দেন জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন কারণে তাকে মারধর ও নানাভাবে নির্যাতন করেন আসছেন তাঁর স্বামী। শরীরে স্বামীর নির্যাতনের অসংখ্য আঘাতের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন তিনি। ছেলের জন্মের পর সব সহ্য করলেও এখন যৌতুকের জন্য বাড়ি থেকে তাঁর শিশুসহ বের করে দিয়েছে তাঁর স্বামী। এরপর তিনি ভগ্নিপতির বাড়িতে আশ্রয় থাকলেও ফের গত ১৯ জানুয়ারি দলবল নিয়ে গিয়ে এলাকা থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেন তাঁর স্বামী। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমের মোবাইলে কল করে জানতে চাইলে তিনি কোনো প্রকার বক্তব্য দিতে রাজি হয়নি।
গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ ওঠা সত্যিই হতাশাজনক। শিক্ষা অফিস এ বিষয়ে তদন্ত করবে। তদন্ত দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্তে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
৩২ মিনিট আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৫ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৫ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৫ ঘণ্টা আগে