Ajker Patrika

ছাদ থেকে ফেলে গৃহবধূকে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
ছাদ থেকে ফেলে গৃহবধূকে হত্যার অভিযোগ

স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় ছাদ থেকে ফেলে রুবি আক্তার (৪২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা শহরের ১১ নম্বর ওয়ার্ডের মুনসেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ভাই গোলাম মোস্তাফা জানান, রুবির স্বামী জাহাঙ্গীর হোসেন পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। বিষয়টির প্রতিবাদ করার কারণে রুবিকে প্রায়ই মারধর করতেন তাঁর স্বামী। মঙ্গলবার রাতে তাঁকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার বয়স্ক মা ও আমাদের ছেলে পিয়াল বাসায় ছিল। আমার মনে হয় ছাদে উঠে মাথা ঘুরে পড়ে গেছে। নির্যাতন ও পরকীয়ার বিষয়টি সঠিক নয়।’ 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় স্বামী ও তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত