পুরুষ আধিপত্যের শুরু ১২ হাজার বছর আগে, কেমন ছিল পূর্ববর্তী সমাজ
শিম্পাঞ্জিদের সামাজিক কাঠামোর দিকে নজর দিলেও আধুনিক মানবজাতির মধ্যে পুরুষের আধিপত্য বিকাশের ধারণা পাওয়া যায়। সাধারণত শিম্পাঞ্জির দলগুলো স্পষ্টতই পিতৃতান্ত্রিক। পুরুষেরা নারীদের প্রতি রূঢ়, এরা নারীদের খাবার কেড়ে খায়, পরিপক্ব ডিম্বাণুধারী নারীদের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে এবং এমনকি শুধু দল থ