ঘরের ভেতর মোশতাকের বংশধর: শামীম ওসমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘তিনি বলছেন ঈদের পরে দেখাবেন আন্দোলন কত প্রকার কী কী। আমরা এটার জন্য অপেক্ষা করছি। আমরা ছোটবেলার খেলোয়াড়। আপনারা কবে খেলতে নামবেন বইলেন। আমরা তো বলেছি, খেলা হবে। আমরা খেলব ইনশাআল্লাহ।’