Ajker Patrika

গুদামে আগুন, পুড়ল রপ্তানির জন্য রাখা পাট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ১৬
Thumbnail image

নারায়ণগঞ্জ শহরের খানপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি পাটের গুদামে আগুন লেগে পুড়ে গেছে রপ্তানির জন্য রাখা বিপুল পরিমাণ পাট। গতকাল শনিবার বেলা ১১টার দিকে গুদামের ৬/এ সেকশনে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, গতকাল বেলা ১১টার দিকে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মরত ৩০-৪০ জন শ্রমিক দ্রুত অন্য গেট দিয়ে বেরিয়ে যান। পরে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উপমহাব্যবস্থাপক (অ্যাডমিন অপারেশন) অবসরপ্রাপ্ত কমান্ডার রেজাউল করিম বলেন, ‘ইন্টারন্যাশনাল জুট কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আমাদের ৬ /এ সেকশনের গুদাম ভাড়া নেয়। এখানে রপ্তানির জন্য পাট মজুত করে রাখা হয়েছিল। এসব পাট ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, প্রায় চার হাজার বেল পাট মজুত ছিল। আগুনে বিপুল পরিমাণ কাঁচা পাট পুড়ে গেছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত