Ajker Patrika

অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৪: ০৫
অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি সালাহউদ্দিন সুইট বলেন, মামলায় সাক্ষীদের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার আসামি নূর হোসেন।

রায় ঘোষণার পর আসামিকে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের দায়ের করা একটি অস্ত্র মামলায় নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। রায় ঘোষণা শেষে তাঁকে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত