ধান বোনে বৃষ্টির আশায়
পাহাড়ের অধিকাংশ ধানের জমিতে পানি সেচের জন্য নদীর পানি বেশ দূরে হওয়ায়, ঝরনা বা ছড়ার পানির ওপর নির্ভর করতে হয় এখানকার কৃষকদের। আবার কিছু কিছু জমিতে নদী ও ছড়া বহু দূরে হওয়ায় বিকল্পভাবে কোনো পানি সেচের ব্যবস্থা যাদের থাকে না, তাঁদের ভরসা একমাত্র বৃষ্টির পানি।