আজকের পত্রিকা ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩ ইউপিতে, বান্দরবানের থানচি উপজেলায় ৪ ইউপি ও রোয়াংছড়ি উপজেলায় ৪ ইউপিতে এ ভোট অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে রাঙামাটির নানিয়ারচরের ৪ ইউপিতে ভোট হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
মানিকছড়ি (খাগড়াছড়ি): মানিকছড়ির তিন ইউপিতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে সদর ইউপিতে ভোটারদের ইভিএমে দেওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকায় ধীর গতিতে ভোট কাস্টিং হয়েছে। একাধিক কেন্দ্রে বিকেল ৪টার পরও শত শত নারী ভোটারকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বলেন, উপজেলার তিন ইউপির মধ্যে সদর ইউপিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে। অন্য দুটি বাটনাতলী ও তিনটহরী ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ হয়। তিন ইউপির ২৭টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও বিকেল ৪টা পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়াই ভোট গ্রহণ করা হয়েছে।
এ সময় প্রিসাইডিং কর্মকর্তা মো. সালা উদ্দিন কাউছার বলেন, নারী ভোটারেরা ইভিএমে মক ভোটিং দিতে না আসায় ইভিএমে ভোট দিতে
গিয়ে ৪-৫ মিনিট দেরি করছে। অনেকে বুথে প্রবেশ করে কী করবে তাও জানেন না।
সদর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুর রহমান ফারুক ভোট গ্রহণে স্বস্তি প্রকাশ করেছেন। তিনি জয়ের বিষয়ে
শতভাগ আশাবাদী।
এ দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যোগ্য মারমা বলেন, মুসলিমপাড়া ও গচ্ছাবিল কেন্দ্রে আনারসের ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে।
বাটনাতলী ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল রহিম জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
আর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মংসাপ্রূ চৌধুরী (চশমা) ভোট সম্পর্কে বলেন, ডাইনছড়ি নতুন ও পুরোনো কেন্দ্র এবং বাঞ্চারাম পাড়া সরকারি প্রাথমিক কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে কিছু জাল ভোট ছাড়া মোটামুটি ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ বলেন, বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অভিযোগ ছাড়াই উপজেলার তিন ইউপিতে ভোট গ্রহণ শেষ হয়েছে।
থানচি ও রোয়াংছড়ি (বান্দরবান): এ দুই উপজেলার আট ইউপির ভোটেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই দূরের ভোটারদের কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
এর মধ্যে থানচি উপজেলার ৪টি ও রোয়াংছড়ি উপজেলার চারটিসহ মোট আটটি ইউনিয়নে নির্বাচন হয়। প্রিসাইডিং কর্মকর্তা (থানচি উপজেলা কৃষি কর্মকর্তা) মঞ্জুরুল আরেফিন সবুজ বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক নারী ও পুরুষের ভোট নেওয়া হয়।
প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুরুল আরেফিন বলেন, তাঁর কেন্দ্রে কোনো সমস্যা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গম এলাকা হওয়ায় থানচি উপজেলার ১৮টি ও রোয়াংছড়ি উপজেলার ২টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হেলিকপ্টারের মাধ্যমে বহন করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, থানচি উপজেলার ৪টি ও রোয়াংছড়ি উপজেলায় ৪ টিসহ মোট ৮ ইউপিতে চেয়ারম্যান পদে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। থানচির ১৮ ও রোয়াংছড়ির ২ টিসহ মোট ২০টি কেন্দ্রে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচন সামগ্রী ও নির্বাচনের কর্মকর্তাদের বহন করা হয়।
নানিয়ারচর (রাঙামাটি): রাঙামাটির নানিয়ারচরের চার ইউপিতে ভোট গ্রহণ হয়। প্রতি ইউপির ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে করে মোট ৩৬টি কেন্দ্রে এ ভোট হয়। এ সব কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ৩৬ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ১০৪ জন দায়িত্ব পালন করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ ইউপিতে ১৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩ ইউপিতে, বান্দরবানের থানচি উপজেলায় ৪ ইউপি ও রোয়াংছড়ি উপজেলায় ৪ ইউপিতে এ ভোট অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে রাঙামাটির নানিয়ারচরের ৪ ইউপিতে ভোট হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
মানিকছড়ি (খাগড়াছড়ি): মানিকছড়ির তিন ইউপিতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে সদর ইউপিতে ভোটারদের ইভিএমে দেওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকায় ধীর গতিতে ভোট কাস্টিং হয়েছে। একাধিক কেন্দ্রে বিকেল ৪টার পরও শত শত নারী ভোটারকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বলেন, উপজেলার তিন ইউপির মধ্যে সদর ইউপিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে। অন্য দুটি বাটনাতলী ও তিনটহরী ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ হয়। তিন ইউপির ২৭টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও বিকেল ৪টা পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়াই ভোট গ্রহণ করা হয়েছে।
এ সময় প্রিসাইডিং কর্মকর্তা মো. সালা উদ্দিন কাউছার বলেন, নারী ভোটারেরা ইভিএমে মক ভোটিং দিতে না আসায় ইভিএমে ভোট দিতে
গিয়ে ৪-৫ মিনিট দেরি করছে। অনেকে বুথে প্রবেশ করে কী করবে তাও জানেন না।
সদর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুর রহমান ফারুক ভোট গ্রহণে স্বস্তি প্রকাশ করেছেন। তিনি জয়ের বিষয়ে
শতভাগ আশাবাদী।
এ দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যোগ্য মারমা বলেন, মুসলিমপাড়া ও গচ্ছাবিল কেন্দ্রে আনারসের ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে।
বাটনাতলী ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল রহিম জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
আর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মংসাপ্রূ চৌধুরী (চশমা) ভোট সম্পর্কে বলেন, ডাইনছড়ি নতুন ও পুরোনো কেন্দ্র এবং বাঞ্চারাম পাড়া সরকারি প্রাথমিক কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে কিছু জাল ভোট ছাড়া মোটামুটি ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ বলেন, বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অভিযোগ ছাড়াই উপজেলার তিন ইউপিতে ভোট গ্রহণ শেষ হয়েছে।
থানচি ও রোয়াংছড়ি (বান্দরবান): এ দুই উপজেলার আট ইউপির ভোটেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই দূরের ভোটারদের কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
এর মধ্যে থানচি উপজেলার ৪টি ও রোয়াংছড়ি উপজেলার চারটিসহ মোট আটটি ইউনিয়নে নির্বাচন হয়। প্রিসাইডিং কর্মকর্তা (থানচি উপজেলা কৃষি কর্মকর্তা) মঞ্জুরুল আরেফিন সবুজ বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক নারী ও পুরুষের ভোট নেওয়া হয়।
প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুরুল আরেফিন বলেন, তাঁর কেন্দ্রে কোনো সমস্যা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গম এলাকা হওয়ায় থানচি উপজেলার ১৮টি ও রোয়াংছড়ি উপজেলার ২টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হেলিকপ্টারের মাধ্যমে বহন করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, থানচি উপজেলার ৪টি ও রোয়াংছড়ি উপজেলায় ৪ টিসহ মোট ৮ ইউপিতে চেয়ারম্যান পদে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। থানচির ১৮ ও রোয়াংছড়ির ২ টিসহ মোট ২০টি কেন্দ্রে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচন সামগ্রী ও নির্বাচনের কর্মকর্তাদের বহন করা হয়।
নানিয়ারচর (রাঙামাটি): রাঙামাটির নানিয়ারচরের চার ইউপিতে ভোট গ্রহণ হয়। প্রতি ইউপির ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে করে মোট ৩৬টি কেন্দ্রে এ ভোট হয়। এ সব কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ৩৬ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ১০৪ জন দায়িত্ব পালন করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ ইউপিতে ১৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪