Ajker Patrika

নানিয়ারচরের ৪ ইউপিতে ভোট আগামীকাল

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
Thumbnail image

রাঙামাটির নানিয়ারচরের ৪ ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামাীকাল রোববার ভোট অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে এখানে মোট ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ জন্য ওই সব ইউপিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সব ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সেনাবাহিনীর পাশাপাশি প্রায় ১৫ প্লাটুন পুলিশ থাকবে বলে জানা গেছে।

নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা জানান, ৪ ইউনিয়নে প্রিসাইডিং অফিসার ৩৬ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ১০৪ জন, পোলিং অফিসার ২০৮ জন থাকবে। চেয়ারম্যান পদে ২ ইউপিতে নৌকাসহ ১৪ জন প্রার্থী আছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ৮৬ জন লড়ছেন। উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে বিনা ভোটে জয়ী হয়েছেন ৯ জন।

নানিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা কাজ করে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলি রহমান তিন্নি জানায়, সব ধরনের সহিংসতা প্রতিরোধে ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে উপজেলার ৪ ইউপির ৩৬টি কেন্দ্রে সেনাবাহিনীর, পুলিশ, আনসারবাহিনীর আইনশৃঙ্খলা লোকজন কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত