শান্তর কিসের এত তাড়া
৯, ১৫, ৫, ৬, ১, ২০, ৭ ও ২৩—ঘরের মাটিতে টেস্টে এ হলো নাজমুল হোসেন শান্তর শেষ আট ইনিংস। তাঁর এমন ব্যাটিং দেখে শুধু একটি প্রশ্নই ঘুরছে মাথায়, ‘শান্ত ব্যাটিংয়ে অশান্ত হবেন কবে?’ বলছি না, বাংলাদেশ অধিনায়ককে লাল বলে তেড়েফুঁড়ে খেলতে হবে। টেস্টের ধৈর্যশক্তিটা দেখাক তিনি, সেটিই চাওয়া।