Ajker Patrika

অবশেষে রিশাদকে কিনল তামিম-মাহমুদউল্লাহদের দল

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২০: ৫১
অবশেষে রিশাদকে কিনল তামিম-মাহমুদউল্লাহদের দল

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই নিজেকে চিনিয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিন ভেলকিতে ব্যাটারদের কাবু করা রিশাদ দল পেয়েছেন বিগ ব্যাশ, জিম আফ্রো টি-টেনের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও। বাংলাদেশের এই লেগ স্পিনার কিনা নিজের দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন এত পরে!

বিপিএলের নতুন মৌসুম সামনে রেখে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ বাংলাদেশ সময় ১১টায় শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। ড্রাফট প্রথম দিকে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজাদের মতো তারকাদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিনেছে। ড্রাফট থেকে নিয়েছে বিদেশি ক্রিকেটারদেরও। অথচ রিশাদের নাম আসছিল না। অবশেষে ড্রাফট শুরুর প্রায় তিন ঘণ্টা পর রিশাদকে নিয়েছে ফরচুন বরিশাল।তিনি দল পেয়েছেন চতুর্থ সেটের প্রথম রাউন্ডে। অর্থাৎ প্লেয়ার্স ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ৪৩ নম্বরে। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শান্তর মতো তারকারা। 

প্লেয়ার্স ড্রাফটের আগেই ফরচুন বরিশাল ধরে রেখেছে তামিম ও মুশফিককে। এ বছরের শুরুতে সবশেষ আয়োজিত বিপিএলে তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। তামিম হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়।  দলকে শিরোপা জেতাতে মাহমুদউল্লাহও রেখেছিলেন অসামান্য অবদান।   

ড্রাফটে আজ প্রথম দুই দফা শান্তর নামই ওঠানো হয়নি। তৃতীয়বার তাঁকে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ অধিনায়কের বিপিএলে দল পেতে অপেক্ষা করতে হলেও ড্রাফটে প্রথম ডাকে দল পেয়েছেন মাহমুদউল্লাহ, লিটন, তাসকিনের মতো তারকারা।মাহমুদউল্লাহ, লিটন ও তাসকিনকে নিয়েছে ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। মাশরাফিকে দ্বিতীয় ডাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সবশেষ ২০২৪  বিপিএলেও মাশরাফি সিলেটের হয়েই খেলেছিলেন। 

লিটন, মাহমুদউল্লাহ, মুশফিক, শান্ত, সাকিবদের সঙ্গে ‘এ’ ক্যাটেগরিতে নাম ছিল রিশাদের। সর্বোচ্চ ক্যাটেগিরর ক্রিকেটারদের দাম ৬০ লাখ টাকা। সাকিবকে সরাসরি চুক্তিতে নিয়েছে চিটাগং কিংস। ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত