Ajker Patrika

হতাশায় ডুবে থাকা শান্তরাও আনন্দিত সাবিনাদের সাফল্যে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১: ৫৮
বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: ফেসবুক
বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: ফেসবুক

হতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল রীতিমতো ধুঁকছে। দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে বাংলাদেশ ৪ উইকেটে ৩৮ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। চট্টগ্রামে শান্তদের হতাশার দিনে সুদূর কাঠমান্ডু থেকে উদ্‌যাপনের উপলক্ষ্য এনে দিল বাংলাদেশের মেয়েরা। দশরথ রঙ্গশালায় নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাবিনাদের শিরোপাজয়ের রাতে শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি জোড়া লাগিয়েছেন। এরপর শান্ত লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবলের জন্য জাদুকরী রাত।’ এই বাক্যের পর বাংলাদেশের পতাকা, ফুটবল, শিরোপা—এই তিন ইমোজি দিয়েছেন। শান্ত ক্যাপশন শেষ করেছেন অভিনন্দন লিখে।

সেই নেপালকে হারিয়েই বাংলাদেশ টানা দুইবার জেতে নারী সাফের শিরোপা। সাবিনার দলকে অভিনন্দন জানিয়ে মেহেদী হাসান মিরাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের মেয়েদের অভিনন্দন। বাংলাদেশ টানা দুবার নারী সাফ জিতল ২-১ গোলের রোমাঞ্চকর এক জয়ে।’ মিরাজও চট্টগ্রামে ব্যস্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে।

নেপালকে হারিয়ে টানা দুইবার নারী সাফ জেতে বাংলাদেশ। সাবিনা খাতুনদের অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবালও। ছবি: ফেসবুক
নেপালকে হারিয়ে টানা দুইবার নারী সাফ জেতে বাংলাদেশ। সাবিনা খাতুনদের অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবালও। ছবি: ফেসবুক

নারী সাফ জয়কে বাংলাদেশের খেলাধুলার জন্য অসাধারণ এক মুহূর্ত বলে উল্লেখ করেছেন তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশের খেলাধুলার জন্য অসাধারণ এক মুহূর্ত। মেয়েদের অসংখ্য অভিনন্দন।’ সাবিনাদের অভিনন্দন জানিয়ে শরীফুল ইসলাম লিখেছেন, ‘চ্যাম্পিয়নস। ২০২৪ নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। অভিনন্দন মেয়েরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত