নাগেশ্বরীতে ৯০ মণ্ডপে দুর্গাপূজা
ইতিমধ্যে হালকা কুয়াশা, ছাতিমের ঘ্রাণ ও শুভ্র কাশবনের দোলায় ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে পূজার আবহ। দেবী দুর্গার কৈলাস থেকে মর্ত্যে আগমনের আর বেশি দেরি নেই। শুরু হয়ে গেছে সাজো সাজো রব। পঞ্জিকামতে দেবী এবারে ঘোড়ায় আসছেন, ফিরে যাবেন দোলায়।