নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাস চাপায় শিশুসহ অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথি এলাকায় জুলেখা পাম্পের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন নিহত শিশুটির বাবা শহিদুল ইসলাম (২৮), মা শাহানাজ বেগম (২৫) ও দাদী সুফিয়া খাতুন।
নিহত শিশুটির নাম সুমাইয়া (৪)। সে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব রায়গঞ্জ বড়বাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। অটোরিকশা চালক আব্দুল জলিল সরকার (৬০) রায়গঞ্জ ইউনিয়নের শাপখাওয়া গ্রামের মৃত সুমাদ্দি সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী উমা চরণ ও স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, নাগেশ্বরী থেকে একটি অটোরিকশা রায়গঞ্জ আলেপের তেপতি নামক এলাকায় আসলে ঢাকাগামী রিজভী পরিবহন নামের একটি নৈশ কোচ (মেট্রো-ব-১৩-০৪৯৩ নম্বর) পাশ দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে যাত্রীসহ বাসের পেছন দিকের চাকার নিচে পড়ে যায় এবং দুমরে মুচড়ে যায়।
এ সময় অটোরিকশা চালক আব্দুল জলিল ও যাত্রী সুমাইয়া (৪) ঘটনা স্থলেই মারা যায়। গুরুতর আহত হন সুমাইয়ার বাবা শহিদুল ইসলাম (২৮), মা শাহানাজ বেগম (২৫) ও দাদী সুফিয়া খাতুন। এলাকাবাসী ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ সেখান থেকে চালকসহ বাসটি আটক করে থানায় নিয়ে যায়। আটক বাস চালক মকবুল হোসেন (৩১) কুড়িগ্রাম পলাশবাড়ী এলাকার রমজান আলীর ছেলে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, ঘটনার পরেই স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাস চাপায় শিশুসহ অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথি এলাকায় জুলেখা পাম্পের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন নিহত শিশুটির বাবা শহিদুল ইসলাম (২৮), মা শাহানাজ বেগম (২৫) ও দাদী সুফিয়া খাতুন।
নিহত শিশুটির নাম সুমাইয়া (৪)। সে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব রায়গঞ্জ বড়বাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। অটোরিকশা চালক আব্দুল জলিল সরকার (৬০) রায়গঞ্জ ইউনিয়নের শাপখাওয়া গ্রামের মৃত সুমাদ্দি সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী উমা চরণ ও স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, নাগেশ্বরী থেকে একটি অটোরিকশা রায়গঞ্জ আলেপের তেপতি নামক এলাকায় আসলে ঢাকাগামী রিজভী পরিবহন নামের একটি নৈশ কোচ (মেট্রো-ব-১৩-০৪৯৩ নম্বর) পাশ দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে যাত্রীসহ বাসের পেছন দিকের চাকার নিচে পড়ে যায় এবং দুমরে মুচড়ে যায়।
এ সময় অটোরিকশা চালক আব্দুল জলিল ও যাত্রী সুমাইয়া (৪) ঘটনা স্থলেই মারা যায়। গুরুতর আহত হন সুমাইয়ার বাবা শহিদুল ইসলাম (২৮), মা শাহানাজ বেগম (২৫) ও দাদী সুফিয়া খাতুন। এলাকাবাসী ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ সেখান থেকে চালকসহ বাসটি আটক করে থানায় নিয়ে যায়। আটক বাস চালক মকবুল হোসেন (৩১) কুড়িগ্রাম পলাশবাড়ী এলাকার রমজান আলীর ছেলে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, ঘটনার পরেই স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
১৪ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৬ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২৯ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩২ মিনিট আগে