Ajker Patrika

সাত কিশোরী ঠেকাল নিজেদের বাল্যবিবাহ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৩: ১৭
সাত কিশোরী  ঠেকাল নিজেদের বাল্যবিবাহ

নিজেদের বাল্যবিবাহ নিজেরাই ঠেকিয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৭ কিশোরী। তাদের এই সাহসিকতায় সম্মাননা দিয়ে মূল্যায়ন করেছে উপজেলা প্রশাসন।

গত সোমবার জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউএনও নুর আহমেদ মাছুম। ওই ৭ কিশোরী হলেন, হাসনাবাদ ইউনিয়নের হাউসেরহাট গ্রামের আব্দুল আজিজের মেয়ে জান্নাতী খাতুন, ভিতরবন্দ ইউনিয়নের হাজীপুর এলাকার আবুবক্কর সিদ্দিকের মেয়ে মিনু আক্তার, পূর্ব সরকারটারী গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জাকিয়া সুলতানা, গোপালপুর মন্ডলটারী গ্রামের কোরবান আলীর মেয়ে আলেয়া খাতুন, বেরুবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের শামছুল আলম সরকারের মেয়ে সীমা খাতুন, রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ এলাকার খায়রুল আলমের মেয়ে খালেদা খাতুন এবং রায়গঞ্জ ইউনিয়নের ইদ্রিস আলীর মেয়ে ইশফা খাতুন। তারা কেউই মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি। করোনাকালে স্কুল বন্ধ থাকার সময় বিয়ের আয়োজন করেন অভিভাবকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত