কুড়িগ্রাম প্রতিনিধি
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলার ২৮টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। বিএনপি দলীয় ভাবে অংশ না নেওয়ায় বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে নৌকার মাঝি হয়ে হইচই ফেলে দিয়েছেন এক বিএনপি নেতা।
ঘটনাটি ঘটেছে জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নারায়ণপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মনোনয়ন পরিবর্তনের অনুরোধ জানিয়ে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান গত ২২ অক্টোবর মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি লিখিত আবেদন পাঠিয়েছেন।
এ আবেদনে সুপারিশ করেছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, সাধারণ সম্পাদক আমন উদ্দিন আহমেদ মঞ্জু, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান, সাধারণ সম্পাদক ও এমপি আছলাম হোসেন সওদাগর।
এ ব্যাপারে মশিউর রহমান বলেন, জহুরুল ইসলাম ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। নারায়ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্বও পালন করেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগের গ্রাম কমিটির প্রাথমিক সদস্য পদ পান। আওয়ামী লীগের ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটির কোথাও তাঁর নাম নেই। তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলে কণ্ঠ ভোটে মাত্র সাত ভোট পেয়েছেন।
মশিউর রহমান আরও বলেন, অন্য দিকে ছাত্রলীগ ও যুবলীগ করে বর্তমানে আওয়ামী লীগের সদস্য এবং মনোনয়ন প্রত্যাশী বেলাল হোসেন পেয়েছেন ৩৫ ভোট। তৃণমূল নেতাদের ভোটে প্রথম হওয়া বেলাল হোসেনকে বাদ দিয়ে আওয়ামী লীগে যোগ দেওয়া বিতর্কিত ও সাবেক বিএনপি নেতা জহুরুল ইসলামকে কীভাবে মনোনয়ন দিল বিষয়টি আমার জানা নেই। এই ঘটনা স্থানীয় নেতাকর্মীরা কেউ মেনে নিতে পারছে না।
জহুরুল ইসলামের মনোনয়ন বাতিল করে বেলাল হোসেনকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরাবর আবেদন করেছেন বলেও জানান তিনি।
তৃণমূলের ভোট পাওয়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেলাল হোসেন বলেন, দলীয় নেতাকর্মীর সমর্থন পেয়েও ষড়যন্ত্র করে আমাকে নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। সাবেক বিএনপি নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা করতে আওয়ামী লীগের স্বার্থে মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি।
নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া সাবেক বিএনপি নেতা জহুরুল ইসলাম বলেন, অতীতে আমি বিএনপি করেছি এটি সত্য। বর্তমানে আমি আওয়ামী লীগ করছি। এ জন্য আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ও ইউনিয়নে আমার জনপ্রিয়তা বিবেচনা করে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে দোষের কিছু আছে বলে মনে হয় না।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে বেলাল হোসেন ৩৫, জহুরুল হক ৭ এবং বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান ৪ ভোট পান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু এ ব্যাপারে বলেন, ইউনিয়ন, উপজেলা এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জহুরুল হকের মনোনয়ন বাতিলের সুপারিশপত্র কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন মনোনয়ন বোর্ড যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নিতে হবে।
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলার ২৮টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। বিএনপি দলীয় ভাবে অংশ না নেওয়ায় বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে নৌকার মাঝি হয়ে হইচই ফেলে দিয়েছেন এক বিএনপি নেতা।
ঘটনাটি ঘটেছে জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নারায়ণপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মনোনয়ন পরিবর্তনের অনুরোধ জানিয়ে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান গত ২২ অক্টোবর মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি লিখিত আবেদন পাঠিয়েছেন।
এ আবেদনে সুপারিশ করেছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, সাধারণ সম্পাদক আমন উদ্দিন আহমেদ মঞ্জু, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান, সাধারণ সম্পাদক ও এমপি আছলাম হোসেন সওদাগর।
এ ব্যাপারে মশিউর রহমান বলেন, জহুরুল ইসলাম ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। নারায়ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্বও পালন করেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগের গ্রাম কমিটির প্রাথমিক সদস্য পদ পান। আওয়ামী লীগের ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটির কোথাও তাঁর নাম নেই। তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলে কণ্ঠ ভোটে মাত্র সাত ভোট পেয়েছেন।
মশিউর রহমান আরও বলেন, অন্য দিকে ছাত্রলীগ ও যুবলীগ করে বর্তমানে আওয়ামী লীগের সদস্য এবং মনোনয়ন প্রত্যাশী বেলাল হোসেন পেয়েছেন ৩৫ ভোট। তৃণমূল নেতাদের ভোটে প্রথম হওয়া বেলাল হোসেনকে বাদ দিয়ে আওয়ামী লীগে যোগ দেওয়া বিতর্কিত ও সাবেক বিএনপি নেতা জহুরুল ইসলামকে কীভাবে মনোনয়ন দিল বিষয়টি আমার জানা নেই। এই ঘটনা স্থানীয় নেতাকর্মীরা কেউ মেনে নিতে পারছে না।
জহুরুল ইসলামের মনোনয়ন বাতিল করে বেলাল হোসেনকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরাবর আবেদন করেছেন বলেও জানান তিনি।
তৃণমূলের ভোট পাওয়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেলাল হোসেন বলেন, দলীয় নেতাকর্মীর সমর্থন পেয়েও ষড়যন্ত্র করে আমাকে নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। সাবেক বিএনপি নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা করতে আওয়ামী লীগের স্বার্থে মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি।
নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া সাবেক বিএনপি নেতা জহুরুল ইসলাম বলেন, অতীতে আমি বিএনপি করেছি এটি সত্য। বর্তমানে আমি আওয়ামী লীগ করছি। এ জন্য আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ও ইউনিয়নে আমার জনপ্রিয়তা বিবেচনা করে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে দোষের কিছু আছে বলে মনে হয় না।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে বেলাল হোসেন ৩৫, জহুরুল হক ৭ এবং বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান ৪ ভোট পান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু এ ব্যাপারে বলেন, ইউনিয়ন, উপজেলা এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জহুরুল হকের মনোনয়ন বাতিলের সুপারিশপত্র কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন মনোনয়ন বোর্ড যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নিতে হবে।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
৩ ঘণ্টা আগে