জহিরুল আলম পিলু
রাজধানীর ডেমরায় ছয়তলা একটি ভবন প্রায় এক সপ্তাহ আগে হেলে পড়ে পাশের আরেকটি ভবনের ওপর। হেলে পড়া ভবনটির সাতটি ফ্ল্যাটে প্রায় ৩০ জন মানুষের বাস। যেকোনো সময় ধসে পড়বে—এই আশঙ্কায় আজ রোববার দুপুরে এটি খালি করে সিলগালা করার নির্দেশ দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ভবনটি ছেড়ে সব বাসিন্দা চলে গেছে বলে নিশ্চিত করেছেন ডিএসসিসির জোন-৮-এর নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান।
আজ দুপুরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হেলে পড়া ভবনটি পরিদর্শনে যান নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান। পরিদর্শন শেষে ভবনটি খালি করার নির্দেশ দেন তিনি।
খলিলুর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ম্যানশন ভবন নামের বাড়িটির সব বাসিন্দাকে এটি খালি করার নোটিশ দেওয়া হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই আমরা আজ ভবনটি সিলগালা করে দিয়েছি।’
সরেজমিন দেখা গেছে, ডেমরার হাজীনগর এলাকার বাইতুল কাওছার জামে মসজিদসংলগ্ন মো. শহিদ মিয়ার বাড়ি পাশের আরেকটি বাড়ির ওপর হেলে আছে। ২০০০ সালের মাঝামাঝি সময়ে এটি নির্মাণ করা হয় বলে জানা গেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে হেলে পড়া ভবনটির অবস্থান মধ্য হাজীনগরের প্রবেশমুখে হওয়ায় সড়কে চলাফেরা করা সাধারণ মানুষও ঝুঁকিমুক্ত না। যে ভবনের ওপর এটি হেলে পড়েছে, সেটির বাসিন্দারাও আতঙ্কে আছে।
এ বিষয়ে বাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
রাজধানীর ডেমরায় ছয়তলা একটি ভবন প্রায় এক সপ্তাহ আগে হেলে পড়ে পাশের আরেকটি ভবনের ওপর। হেলে পড়া ভবনটির সাতটি ফ্ল্যাটে প্রায় ৩০ জন মানুষের বাস। যেকোনো সময় ধসে পড়বে—এই আশঙ্কায় আজ রোববার দুপুরে এটি খালি করে সিলগালা করার নির্দেশ দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ভবনটি ছেড়ে সব বাসিন্দা চলে গেছে বলে নিশ্চিত করেছেন ডিএসসিসির জোন-৮-এর নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান।
আজ দুপুরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হেলে পড়া ভবনটি পরিদর্শনে যান নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান। পরিদর্শন শেষে ভবনটি খালি করার নির্দেশ দেন তিনি।
খলিলুর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ম্যানশন ভবন নামের বাড়িটির সব বাসিন্দাকে এটি খালি করার নোটিশ দেওয়া হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই আমরা আজ ভবনটি সিলগালা করে দিয়েছি।’
সরেজমিন দেখা গেছে, ডেমরার হাজীনগর এলাকার বাইতুল কাওছার জামে মসজিদসংলগ্ন মো. শহিদ মিয়ার বাড়ি পাশের আরেকটি বাড়ির ওপর হেলে আছে। ২০০০ সালের মাঝামাঝি সময়ে এটি নির্মাণ করা হয় বলে জানা গেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে হেলে পড়া ভবনটির অবস্থান মধ্য হাজীনগরের প্রবেশমুখে হওয়ায় সড়কে চলাফেরা করা সাধারণ মানুষও ঝুঁকিমুক্ত না। যে ভবনের ওপর এটি হেলে পড়েছে, সেটির বাসিন্দারাও আতঙ্কে আছে।
এ বিষয়ে বাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে এক দফায় ওই যুবকের বাড়ি মনে করে অন্য একজনের বাড়িতে ভাঙচুর চালান। আরেক দফায় হিন্দুপল্লিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে ১২টির মতো পরিবারের ঘরবাড়ি তছনছ করা হয়
৬ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
১৪ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
১৬ মিনিট আগেশেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ওই দুটি কমিটি ঘোষণা করেন।
২৫ মিনিট আগে