Ajker Patrika

টনসিল অস্ত্রোপচারে শিশু মৃত্যুর অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
তাসরিফার বাবা পারভেজ আহমেদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
তাসরিফার বাবা পারভেজ আহমেদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেসথেসিয়া জুনিয়র কনসালট্যান্ট মোহাম্মদ আলী। কমিটির অন্য সদস্যরা হলেন জুনিয়র কনসালট্যান্ট সার্জারি রাজিব কর্মকার, আবাসিক মেডিকেল অফিসার লিটন চন্দ সাহা, মেডিকেল অফিসার মো. বাবুল আক্তার (রোগ নিয়ন্ত্রণ) ও স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান।

গত শুক্রবার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে তাশরিফা আক্তার (৯) টনসিল অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হয়। দুপুরে অপারেশন করা হয়। অপারেশনের প্রায় দুই ঘণ্টার মধ্যে ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে শিশুটির স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গোপনে সমঝোতার মাধ্যমে পরিবারের সদস্যরা শিশুটির লাশ ওই দিন রাতেই নিয়ে যান।

এ বিষয়ে গতকাল শনিবার আজকের পত্রিকার ৬–এর পাতায় ‘টনসিল অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু, ডাক্তার উধাও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগের নজরে এলে আজ এ বিষয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি আমাদের নজরে আসে। ঘটনার সত্যতা উদ্‌ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত