Ajker Patrika

নিলুরখামার গণহত্যা দিবস পালিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ১১
নিলুরখামার গণহত্যা দিবস পালিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিলুরখামার গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহীদদের স্মরণে নিলুরখামার বধ্যভূমি ও গণকবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্থানীয়দের সঙ্গে নিয়ে সামাজিক সংগঠন ‘শেকড়’ এই কর্মসূচির আয়োজন করে।

পরে শেকড় সভাপতি মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, নিলুরখামার বধ্যভূমি ও গণকবর স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শহীদ পরিবারের সদস্য শমসের আলী, আব্দুল জলিল, আমিনুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ।

জানা গেছে, ১৯৭১ সালের ১৬ নভেম্বর পাক বাহিনী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপেরতেপথি, চরুয়াটারী, কাইটটারী, সূর্যেরকুটি, সাতানি, ব্যাপারী হাটসহ কয়েকটি গ্রামে অতর্কিত হামলা চালায়। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে মানুষ। আশ্রয় নেয় নিলুরখামার গ্রামে। পরে পাক হানাদাররা ওই গ্রামটিকে তিনদিক থেকে ঘিরে নির্বিচারে গুলি ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে। আগুনে পুড়ে মারা যায় আপর আলী, বাচ্চানী খাতুন, মইনুদ্দিন মুন্সী, আব্দুস সালাম মুন্সী, হাজেরা খাতুন ও আজিজুর রহমান। এ ছাড়া গুলি করে ৭৯ জন মানুষকে হত্যা করা হয়। হানাদাররা চলে গেলে গ্রামবাসী লাশগুলোকে একত্রিত করে গ্রামের একদিকে মাটি চাপা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত