বাবার শ্রাদ্ধের দিন বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর ১২ দিন পর শ্রাদ্ধের দিন বিদ্যুতায়িত হয়ে ছেলে কাজল সরকার (৩৩) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতের স্বজনরা বলেন, ১২ দিন আগে মারা গেছেন নিহতের বাবা বিমল চন্দ্র সরকার। তাঁর শ্রাদ্ধের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে প্যান্ডেলে ডেকোরেশনের কাজ করছিলেন বাড়ির লোকজন।