Ajker Patrika

নাগেশ্বরীতে ৯০ মণ্ডপে দুর্গাপূজা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২৩: ০৪
নাগেশ্বরীতে ৯০ মণ্ডপে দুর্গাপূজা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গত বছরের মতো এবারও করোনা আবহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ জন্য ৯০টি পূজামণ্ডপ প্রস্তুত করা হয়েছে।

ইতিমধ্যে হালকা কুয়াশা, ছাতিমের ঘ্রাণ ও শুভ্র কাশবনের দোলায় ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে পূজার আবহ। দেবী দুর্গার কৈলাস থেকে মর্ত্যে আগমনের আর বেশি দেরি নেই। শুরু হয়ে গেছে সাজো সাজো রব। পঞ্জিকামতে দেবী এবারে ঘোড়ায় আসছেন, ফিরে যাবেন দোলায়।

১১ অক্টোবর মহাষষ্ঠীতে বেদিতে বসছেন মা দুর্গা। ১৫ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হচ্ছে এবারের দুর্গাপূজা। পূজা উদ্‌যাপন পর্ষদের সভাপতি গোপিনাথ রায় বলেন, এবারে উপজেলার ১ পৌরসভা ও ১৪ ইউনিয়নে ৯০ পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সব পূজা মণ্ডপের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি পূজা মণ্ডপ সরেজমিন ঘুরে সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেছি।’

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান জানান, সর্বজনীন শারদীয় এ দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার সব পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত মন্দিরে মন্দিরে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবে। এ ছাড়া একাধিক ভ্রাম্যমাণ দল কাজ করবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, ইতিমধ্যে আমরা মন্দিরপ্রতি ৫০০ কেজি চালের সরকারি বরাদ্দ পেয়েছি। যথাসময়ে তা মন্দির কমিটির কাছে পৌঁছে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত