Ajker Patrika

নাগেশ্বরীতে গাঁজাসহ গ্রেপ্তার ২

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮: ১৩
নাগেশ্বরীতে গাঁজাসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ১০ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় গণপরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত রোববার এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার সন্তোষপুর সাতানীপাড়ার ফারাজীটারীগামী একটি মোটরসাইকেলে করে বহনের সময় ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মহির উদ্দিন মহু নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহিরের বাড়ি উপজেলার রামখানা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে।

তা ছাড়া একই দিনে ওই ইউনিয়নের পশ্চিম রামখানা পঞ্চায়েতটারী গ্রামে মৃত মন্টু মিয়ার স্ত্রী রাশিদা বেগমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় রান্নাঘরে রাখা ৫ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দসহ রাশিদাকে গ্রেপ্তার করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান জানান, আটকদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক আইনে মামলা দিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত