কম খরচে থাকা যায় পৃথিবীর এমন চমৎকার ১২ শহর
বিদেশে পাড়ি জমাতে চান অনেকেই। তাঁদের প্রায় প্রত্যেকেরই চাওয়া থাকে যে শহরটিতে থাকবেন সেখানকার পরিবেশ ভালো হওয়ার পাশাপাশি আবাসন, খাবারসহ অন্যান্য খরচও হবে কম। বিজনেস ইনসাইডার এমন ১২টি চমৎকার শহরের তালিকা তৈরি করেছে যেগুলোর জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম। নুমেবো নামের একটি ওয়েবসাইটের ডেটা এক্ষেত্রে ব্যব