Ajker Patrika

নাইজেরিয়ায় ‘ডাকাতদের’ হামলায় নিহত ৪৮ 

আপডেট : ০৯ মে ২০২২, ০২: ৪৪
নাইজেরিয়ায় ‘ডাকাতদের’ হামলায় নিহত ৪৮ 

নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলীয় জামফারা রাজ্যে ‘ডাকাতদের’ হামলায় তিনটি গ্রামের কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। একজন স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাত দিয়ে গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

জামফারা রাজ্যের বাকুরা জেলার প্রশাসনিক প্রধান আমিনু সুলেমান বার্তা সংস্থা এএফপিকে জানান, মোটরসাইকেলে থাকা কয়েক ডজন বন্দুকধারী তিনটি গ্রামে প্রবেশ করে। পালানোর চেষ্টা করলে লোকজনকে গুলি করে। 

তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে ডাকাতরা তিনটি গ্রামে হামলা চালিয়ে ৪৮ জনকে হত্যা করেছে।’

আমিনু সুলেমানের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডামরি গ্রাম। সেখানে ৩২ জন নিহত হয়েছেন। 

জামফারা রাজ্যের বাকুরা জেলার প্রশাসনিক প্রধান জানান, হামলার পর তিনটি গ্রামে সেনা মোতায়েন করা হয়েছে। 

ডামরি গ্রামের বাসিন্দা আবুবকর মাইগোরো জানান, বন্দুকধারীরা তাঁর গ্রামে গবাদিপশু এবং খাদ্য লুট করার আগে গুলি চালায়। 

তিনি বলেন, আমরা হামলায় নিহত ৪৮ জনকে কবর দিয়েছি। 

এ ঘটনায় নাইজেরিয়া পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

উত্তর নাইজেরিয়ার বিস্তীর্ণ অংশে ২০১০ সাল থেকে হামলা চালিয়ে আসছে ডাকাতদের দল। তবে গত কয়েক বছরে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে সর্বত্রই এই সংকট আরও বেড়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত