Ajker Patrika

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগার বিস্ফোরণে শতাধিক নিহত 

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১০: ৫২
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগার বিস্ফোরণে শতাধিক নিহত 

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের রিভার্স রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি পরিবেশবাদী গ্রুপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এদিকে নাইজেরিয়া পুলিশের পক্ষ থেকেও বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানায়নি। 

ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টারের নির্বাহী পরিচালক ফাইনফেস ডুম্নামেনে বলেন, পোড়া বেশ কিছু মৃতদেহ মাটিতে পড়ে ছিল, যাদের চেনা যায়নি।  অন্য যারা পালানোর চেষ্টা করেছিল তাদের মধ্যে কিছু মানুষকে গাছের ডালে ঝুলতে দেখা যায়। 

স্থানীয় সময় শনিবার নাইজেরিয়ার খনিজ সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাংকারিং সাইটে আগুন লাগে। এতে ১০০ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে প্রাণ হারায়। 

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে একটি অবৈধ শোধনাগারে বিস্ফোরণ ঘটেছে, যেখানে অপারেটর ও তাদের পৃষ্ঠপোষকেরা ব্যবসার জন্য জড়ো হয়েছিল। 
 
রিভার্স রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো এএফপিকে বলেন, ঘটনাটি ঘটেছে রিভার্স ও ইমো রাজ্যের সীমানায়। 

দুর্ঘটনার পর থেকে পলাতক ওই শোধনাগারের মালিক। তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। দক্ষিণ নাইজেরিয়ার বহু মানুষ অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে, বিশেষ করে তরুণেরা। গত অক্টোবরেও রিভার্স রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটে এবং এতে অন্তত ২৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে শিশুরাও ছিল। আফ্রিকার সবচেয়ে বড় খনিজ তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশ নাইজেরিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত