Ajker Patrika

নাইজেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জনের মৃত্যু

নাইজেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জনের মৃত্যু

নাইজেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে একটি জনবহুল মার্কেট বিল্ডিং ধসে পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানো প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। বুধবার কাতারভিত্তিক আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

নাইজেরিয়ার ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কানোর স্যাবন গারিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার জনবহুল ওই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটার পর সেখানকার বেশির ভাগ লোককেই সরিয়ে নেওয়া হয়েছে। 

নাইজেরিয়ার ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান মুস্তাফা হাবিব আহমেদ বলেছেন, ‘স্থানীয় একটি ওয়েল্ডিং শপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। জরুরি সাড়া দানকারী বাহিনীর সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেছে।’ 

এই বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের নিকটবর্তী স্কুলের শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। স্কুলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন। 

কানো নাইজেরিয়ার ইসলামিক স্কলারদের অন্যতম তীর্থস্থান এবং ট্রান্স-সাহারা অঞ্চলের বাণিজ্যিক লেনদেনের অন্যতম গুরুত্বপূর্ণ হাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত